ব্রাহ্মণবাড়িয়া: অদৃষ্টের লিখন বদলে দেওয়ার শক্তি হয়তো কারোর নেই। সেই কারণে অনেক সময় এমন অনেক ঘটনা ঘটে যা শুনে আফসোস করা ছাড়া অন্য কোনও উপায় থাকে না। বাংলাদেশে বাবা ছেলের একই পরিণতি আরও একবার সেই কথাটাই প্রমাণ করেছে। মঙ্গলবার বাইকে করে হৃদয় বণিক নামে এক যুবক তাঁর এক আত্মীয়ের সঙ্গে অন্তঃসত্ত্বা অন্য আরেক আত্মীয়কে দেখতে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের একটি ক্লিনিকে যাচ্ছিলেন। ক্লিনিকে যাওয়ার পথে জাতীয় সড়কে ঘটে মারাত্মক দুর্ঘটনা। যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বাইকের সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক চালক হৃদয়ের।
মঙ্গলবার বিকেল সাড়ে চারটে নাগাদ সরাইল উপজেলার মৈশামুড়া এলাকায় ঢাকা-সিলেট জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। পরিবার সূত্রে জানা গিয়েছে হৃদয়ের বয়স যখন ৫ বছর, তখন তাঁর বাবা বিমল বণিকও জাতীয় সড়কে ট্রাক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন। মাল বোঝাই একটি ট্রাক বিমলকে পিষে দিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দিয়েছিল। হৃদয়ের মর্মান্তিক মৃত্যুর পর তাঁর পরিবার জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ সূত্রে খবর, নিহত যুবকের বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুরর একটি গ্রামে। পেশায় তিনি স্বর্ণ ব্যবসায়ী ছিলেন। স্ত্রী ছাড়াও তাঁর ৫ বছরের একটি পুত্র সন্তান রয়েছে। বাইকে থাকা আত্মীয় পার্থ দেব এই দুর্ঘটনায় আহত হয়েছেন বলেই খবর।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গিয়েছে, বিকেল সাড়ে চারটে নাগাদ হৃদয় ও পার্থ বাইকে করে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন। জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় পিছন দিক থেকে একটি যাত্রীবাহী বাস তাঁদের বাইকটিকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই হৃদয়ের মৃত্যু হয়েছিল, পার্থকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত হলেও তার অবস্থা স্থিতিশীল। স্থানীয় থানার ওসি সুখেন্দু রায় ঘটনার কথা স্বীকার করে সাংবাদিকদের জানিয়েছেন, নিহত যুবকের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্ত বাস চালক পলাতক। নির্দিষ্ট আইনে মামলা রুজু করে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।