সিলেট: রাজনীতিক ও জনপ্রতিনিধিদের বিরুদ্ধে বারবারই আইন বিরুদ্ধ কাজের অভিযোগ ওঠে। অনেক সময়ই তারা নিজেদের হাতে আইন তুলে নেন, সেই কারণ সমালোচনার মুখে পড়তে হয়। বাংলাদেশে (Bangladesh News) এমনই এক ঘটনা ঘটেছে। এবং ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে যাওয়ার কারণে ওই রাজনীতিবিদকে নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া ছবিতে দেখা গিয়েছে, গাড়িতে বসে আছেন সিলেটের মেয়র (Sylhet mayor) আরিফুল হক চৌধুরী এবং তাঁর ঠিক সামনে, গাড়ির দরজার বাইরে হাত পেতে দাঁড়িয়ে এক ভ্যান চালক। ওই ছবিতেই দেখা গিয়েছে, জানালার কাচ নামিয়ে ভ্যান চালকের হাতে বেতের বাড়ি মারার চেষ্টা করছেন চালক। সিলেটের জিন্দাবাজার এলাকার এই ছবি নিয়ে নিয়ে বিতর্ক শুরু হয়েছে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, মেয়ক আরিফুল হক চৌধুরী বেত দিয়ে দু’বার ওই ভ্যান চালকের হাতে বাড়ি দিয়েছেন। তবে ভ্যান চালককে মারার কথা অস্বীকার করেছেন মেয়র। তাঁর দাবি ওই ভ্যান চালক, রাস্তা মালপত্র রেখে দাঁড়িয়েছিলেন। ফলে যাতায়াতের সমস্যা হচ্ছিল, তিনি শুধু বেত উঁচিয়ে তাঁকে সাবধান করেছেন।
সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য। এই ধরনের শীর্ষ স্তরের রাজনীতিবিদের এই আচরণে স্থানীয় বাসিন্দারা স্বভাবতই ক্ষুব্ধ। তাদের মতে ওই ভ্যান চালক কোনও দোষ করে থাকলেও তাঁকে মারার অধিকার মেয়রের নেই। স্থানীয়দের থেকে জানা গিয়েছে শনিবার দুপুর দেড়টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে। মেয়র আরিফুল হক চৌধুরী জিন্দাবাজার-চৌহাট্টা সড়ক দিয়ে যাচ্ছিলেন। সেই সময়ও তিনি দেখেন ওই ভ্যান চালক রাস্তায় গাড়ি থামিয়ে মাল নামাচ্ছেন। সেই সময়ই গাড়ি থামিয়ে ওই ভ্যান চালককে কাছে ডেকে তিনি তাঁর হাতে বেতের বাড়ি দিয়েছেন। এই ঘটনার সমালোচনা করে ফেসবুকে প্রতিক্রিয়া জানাচ্ছেন অনেকে, তাদের মেয়রের অধিকার নেই কোনও সাধারণ মানুষের সঙ্গে এই আচরণ করার। মেয়র এই ঘটনা প্রসঙ্গে বলেন, “ওই এলাকায় প্রচুর যানজট হয়। ঈদের আগে যানযট যেন না হয় সেই কারণেই ভ্যান চালককে ডেকে তিনি সতর্ক করেছেন।”