AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladesh Threat: ‘কলকাতা দখল করব, ভারতকে টুকরো করে মানচিত্র বদলে দেব’, ভয়ঙ্কর হুঁশিয়ারি বাংলাদেশ থেকে

Real Face of Bangladesh: ভারত বিরোধী স্লোগান দিয়ে বাংলাদেশ তিসরাই ইনসাফ পার্টির নেতা মিনাজকে বলতে শোনা যায়, "আমরা ইন্ডিয়ার কলকাতা, আগরতলা এবং সেভেন সিস্টার্স দখল করব। আমরা ইন্ডিয়া বাংলাদেশ দু' দেশের মানচিত্রই নতুন করে আঁকব।"

Bangladesh Threat: 'কলকাতা দখল করব, ভারতকে টুকরো করে মানচিত্র বদলে দেব', ভয়ঙ্কর হুঁশিয়ারি বাংলাদেশ থেকে
ভারতকে খণ্ড খণ্ড করার হুমকি মৌলবাদী নেতার।Image Credit: TV9 বাংলা
| Updated on: Dec 08, 2024 | 7:28 AM
Share

ঢাকা: নৈরাজ্যের চরম সীমায় পৌঁছেছে বাংলাদেশ। হিন্দুদের উপরে লাগাতার অত্যাচার চলছে। প্রতিনিয়ত অভিযোগ উঠছে ঘরবাড়ি, মন্দির ভাঙচুর, জ্বালিয়ে দেওয়ার। বারেবারে হিংসা থামানোর অনুরোধ করা হচ্ছে। কিন্তু সেই আর্জি কানে তোলা তো দূর, এবার কলকাতার দিকেই কুনজর বাংলাদেশের মৌলবাদী সংগঠনের। কলকাতাকে বাংলাদেশের অঙ্গরাজ্য করার হুমকি মৌলবাদীদের!

বাংলাদেশে যেখানে দিকে দিকে হিংসার খবর, হিন্দুদের সুরক্ষা দিতে অপারগ ইউনূস সরকার, সেখানেই রাজধানী ঢাকায় পুলিশি নিরাপত্তায় মিছিল করেছে বাংলাদেশ তিসরাই ইনসাফ পার্টি। এই কট্টরপন্থী সংগঠনের নেতা মিনাজ প্রধানের হুমকি ভারতের মানচিত্র বদলে দেওয়ার।

ভারত বিরোধী স্লোগান দিয়ে বাংলাদেশ তিসরাই ইনসাফ পার্টির নেতা মিনাজকে বলতে শোনা যায়, “আমরা ইন্ডিয়ার কলকাতা, আগরতলা এবং সেভেন সিস্টার্স দখল করব। আমরা ইন্ডিয়া বাংলাদেশ দু’ দেশের মানচিত্রই নতুন করে আঁকব।

হুমকির শেষ এখানেই নয়। কট্টরপন্থী নেতা আরও বলেন, “তোমরা যদি বাংলাদেশের দিকে তাকাও, তাহলে ভয়ঙ্কর পরিণতি হবে, সে কথা মাথায় রেখ। প্রয়োজনে আমরা ভারতকে টুকরো টুকরো করব। ভারতীয় ভূখণ্ডে আমরা কলমা আঁকা পতাকা ওড়াবো। আমরাই ভারত শাসন করব।”

ঢাকার বাইতুল মসজিদের কাছে মিনাজ প্রধান হুমকি দেন, “হিন্দুদের উচিত সনাতনী পরিচয় ত্যাগ করা এবং শুধুই বাংলাদেশী হিসেবে পরিচয় দেওয়া“। এই সব হুমকি শুনে সমবেত জনতা ভারত বিরোধী স্লোগান তুলে উল্লাসে ফেটে পড়ে।

ভারত বিদ্বেষী এমন আরও বহু কথা বলতে দেখা গিয়েছে কট্টরপন্থী নেতাদের। তবে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সেই অংশ বাদ দেওয়া হয়েছে।