ইসলামাবাদ: নৃশংস, বর্বর। স্বাধীনতা দিবসেই পিছমোড়া করে হাত বাঁধা অবস্থায় উদ্ধার বিদেশি যুবতী। পুলিশ জানিয়েছে, পাঁচদিন ধরে ওই যুবতীকে ধর্ষণ করা হয়েছে। প্রায় বিবস্ত্র অবস্থায় যুবতীকে উদ্ধার করা হয়।
ঘটনাটি ঘটেছে পড়শি দেশ পাকিস্তানে। বুধবার, ১৪ অগস্ট ইসলামাবাদের রাস্তা থেকে উদ্ধার করা হয় ২৮ বছরের এক যুবতীকে। তাঁর হাত বাঁধা ছিল। পুলিশ জানিয়েছে, ওই বিদেশি যুবতীকে ধর্ষণ করা হয়েছে। বিগত ৫ দিন ধরে ওই যুবতীকে ধর্ষণ করা হয়। পুলিশ এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।
পাকিস্তানের সংবাদমাধ্যম সামা টিভি-র তথ্য অনুযায়ী, ১৪ অগস্ট রাতে ওই যুবতীকে রাস্তায় ফেলে দিয়ে যায় অভিযুক্তরা। পিছমোড়া করে হাত বাঁধা ছিল যুবতীর। স্থানীয় বাসিন্দারাই যুবতীকে রাস্তায় পড়ে থাকতে দেখেই পুলিশে খবর দেয়। পুলিশ এসে ওই যুবতীকে উদ্ধার করে।
ওই যুবতী পুলিশের কাছে জানিয়েছেন, তিনি বেলজিয়ামের নাগরিক। তিনি ঘুরতে এসেছিলেন পাকিস্তানে। কয়েকজন ব্যক্তি তাঁকে অপহরণ করে তুলে নিয়ে যায়, সেখানে দিনের পর দিন ধর্ষণ করা হয় তাঁকে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে যুবতীর দাবি সত্যি হিসাবেই উঠে এসেছে। পুলিশ যুবতীর বয়ানের ভিত্তিতে এখনও পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)