ফ্লোরিডা: একটি বাড়িতে ডাকাতি করতে গিয়েছিলেন এক দম্পতি। সেখানে ডাকাতি করে অনেক জিনিসপত্র হাতিয়ে নিলেছিলেন। কিন্তু সেই জিনিস নিয়ে যাওয়ার জন্য সমস্যায় পড়েছিলেন তাঁরা। তখন তাঁরা ফোন করেন পুলিশকে।পুলিশকে ফোন করে জিনিসপত্র তাঁদের বাড়ি পৌঁছে দিতে সাহায্য চান। এই কাজই কাল হল। পুলিশকে ফোন করে ফাঁস হয়ে যায় ওই দম্পতির কীর্তি। তাঁদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সম্প্রতি এই ঘটনা ঘটেছে আমেরিকায়। সেখানকার পল্ক কাউন্টি শেরিফ এ কথা জানিয়েছে।
ওই দম্পতির ফোন পেয়ে সেখানে গিয়েছিল পল্ক কাউন্টি শেরিফের অফিসাররা। তাঁরা গিয়ে দেখেন বাড়িতে কেউ নেই। পরে দেখেন দরজা ভেঙে এখানে ঢুকেছেন এক দম্পতি। এবং তাঁরা ভিতরে লুকিয়ে রয়েছেন। তা দেখেই সন্দেহ হয় পুলিশের। ওই ব্যক্তিকে দেখেই চিনতে পারেন পুলিশের এক অফিসার। কিছু দিন আগদে ফ্লোরিডার পইনসিয়ানে একটি স্টোরে ডাকাতির ঘটনায় ওই ব্যক্তিকে দেখা গিয়েছিল সিসিটিভি ক্যামেরায়। অতীতেও তাঁর বিরুদ্ধে ডাকাতির অভিযোগ ছিল। ঘটনা নিয়ে শেরিফের অফিসার জানিয়েছেন, ওই মহিলা আমাদের ফোন করেছিলেন বাড়ির মাল স্থানান্তরিত করার জন্য। তাঁকে ডাকাতির অভিযোগ আমরা গ্রেফতার করেছি।
ওই পুলিশ অফিসার জানিয়েছেন ডাকাতির পর পালিয়ে যাওয়ার ছকও কষেছিল ওই দম্পতি। পুলিশকে দিয়ে ডাকাতি করা সামগ্রী নিজেদের বাড়ি পৌঁছনোর পরিকল্পনা করেছিলেন তাঁরা। সেখান থেকে তাঁরা ঘুরতে চলে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। পুলিশ জানিয়েছে, ওই দম্পতির নাম রোল্ডান ও ওসকাসিও। তাঁদের দুজনের বিরুদ্ধেই ডাকাতির অভিযোগ দায়ের করা হয়েছে।