Muhammad Yunus: ‘হানিমুন পিরিয়ড’ খতম, এবার ইউনূসের বিরুদ্ধেই গণ অভ্যুত্থানের ডাক বিএনপির

ঈপ্সা চ্যাটার্জী |

Dec 25, 2024 | 9:33 AM

BNP: সোমবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইউনূস সরকারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেন। বাংলাদেশে দ্রুত নির্বাচনের দাবিতেই সরকারের বিরুদ্ধে সকলকে একজোট হয়ে পথে নামার ডাক দেন তিনি।

Muhammad Yunus: হানিমুন পিরিয়ড খতম, এবার ইউনূসের বিরুদ্ধেই গণ অভ্যুত্থানের ডাক বিএনপির
মহম্মদ ইউনূস।
Image Credit source: PTI

Follow Us

ঢাকা: ৪ মাসেই খেল খতম ইউনূস সরকারের? যাদের মদতে বাংলাদেশের গদিতে বসেছেন, তারাই এবার ইউনূস সরকারে বিরুদ্ধে গণ অভ্যুত্থানের ডাক দিল। বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি-ই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থানের ডাক দিয়েছে।

সোমবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইউনূস সরকারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেন। বাংলাদেশে দ্রুত নির্বাচনের দাবিতেই সরকারের বিরুদ্ধে সকলকে একজোট হয়ে পথে নামার ডাক দেন তিনি।

শেখ হাসিনার সরকারের পতন এবং মহম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনে মদত ছিল খালেদা জিয়ার দলেরও। তবে প্রথম থেকেই তাদের দাবি ছিল, দ্রুত নির্বাচন করাতে হবে। এই নিয়ে একাধিকবার মুখও খুলেছেন বিএনপির নেতারা। ইউনূসের উপদেষ্টাদের ‘ক্ষমতালোভী’ বলে তোপ দেগেছেন। কিন্তু ইউনূস সরকার সাফ জানিয়েছে, ২০২৫ সালের শেষ বা ২০২৬ মাসের মাঝামাঝি সময়ের আগে নির্বাচনের আয়োজন করা সম্ভব নয়। এরপরই গণ অভ্যুত্থানের ডাক।

ঠাকুরগাঁওয়ে এক জনসভা থেকে বিএনপির মহাসচিব বলেন, “৫ অগস্ট আপনারা যেমন পথে নেমেছিলেন, তেমন আবারও জোটবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে। ভোটের অধিকার, ভাতের অধিকার আদায়ের জন্য এবং ন্যায়বিচার পাওয়ার জন্য রাস্তায় নামতে হবে।”

Next Article