AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladesh: ‘বিদেশ থেকে ভাড়া করে এনে দেশ চালানো যায় না’, ইউনূসকেই ঠুকলেন মির্জা ফখরুল!

Bangladesh: বিএনপি নেতা বলেন, "জনগণের শাসন প্রতিষ্ঠা করতে হলে নির্বাচন প্রয়োজন। কয়েকজন ব্যক্তিকে বিদেশ থেকে ভাড়া করে এনে কি দেশ চালানো যায়?"

Bangladesh: 'বিদেশ থেকে ভাড়া করে এনে দেশ চালানো যায় না', ইউনূসকেই ঠুকলেন মির্জা ফখরুল!
ইউনূসকে আক্রমণ করলেন মির্জা ফখরুল?Image Credit: PTI
| Updated on: Jul 26, 2025 | 4:53 PM
Share

ঢাকা: বাংলাদেশে অন্তর্বর্তী সরকারকে নিয়ে বাড়ছে ক্ষোভ। সরাসরি অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূসকেই এবার আক্রমণ করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর। এ দিন তিনি বলেন, কয়েকজন ব্যক্তিকে বিদেশ থেকে ভাড়া করে এনে দেশ চালানো যায় না।

শনিবার ঢাকায় একটি আলোচনা সভায় বিএনপি নেতা মির্জা ফখরুল বলেন যে জাতীয় ঐকমত্য কমিশন দেশের রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করে রাষ্ট্রের সংস্কার করে দেবে, এমন ভাবার সুযোগ নেই। তিনি বলেন, “অনেকেই মনে করছেন, কয়েকজন লোক, সংস্কার যাঁরা করছেন, তাঁরা কয়েকটি বৈঠক করে, সংস্কার করে জনগণকে এগিয়ে দিলেন, আর সংস্কার হয়ে গেল? এভাবে সংস্কার হয় না। সংস্কার হতে হবে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া।

ফের একবার নির্বাচনের উপরেই জোর দিয়ে বিএনপি নেতা বলেন, “জনগণের শাসন প্রতিষ্ঠা করতে হলে নির্বাচন প্রয়োজন। কয়েকজন ব্যক্তিকে বিদেশ থেকে ভাড়া করে এনে কি দেশ চালানো যায়? যায় না। এই সহজ-সরল কথাটা আমাদের উপলব্ধি করতে হবে।