James Cleverly: ‘রোজ রাতেই বউকে ‘ডেট রেপ ড্রাগ’ দিই’, মজা করে ফ্যাঁসাদে স্বরাষ্ট্রমন্ত্রী

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Dec 24, 2023 | 8:35 PM

James Cleverly: শনিবার, মহিলাদের বিরুদ্ধে অপরাধ, বিশেষ করে তাদের পানীয়তে মাদক মিশিয়ে তাদের যৌন হেনস্থা করার মতো অপরাধ দমনের জন্য বিভিন্ন পদক্ষেপের ঘোষণা করেছিলেন, ক্লিভারলি। এর মাত্র কয়েক ঘন্টা পরই ডাউনিং স্ট্রিটের রিসেপশনে তাঁকে বলতে শোনা যায়, প্রতি রাতেই নাকি তিনি তাঁর স্ত্রীর পানীয়তে কিছুটা করে রোহিপনল নামে 'ডেট রেপ ড্রাগ' মিশিয়ে দেন।

James Cleverly: রোজ রাতেই বউকে ডেট রেপ ড্রাগ দিই, মজা করে ফ্যাঁসাদে স্বরাষ্ট্রমন্ত্রী
প্রতীকী ছবি
Image Credit source: Pixabay

Follow Us

লন্ডন: ব্রিটিশ কনজারভেটিভ পার্টি আর য়ৌনতা সংক্রান্ত বিতর্ক যেন থামবার নয়। একটি বিতর্ক থেকে বেরিয়ে আসতে না আসতেই পরবর্তী বিতর্কে জড়িয়ে যাচ্ছে ঋষি সুনকের পার্টি। আর এবার বিতর্কের কেন্দ্রে, সুনক মন্ত্রিসভার অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব, ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী জেমস ক্লিভারলি। শনিবার, মহিলাদের বিরুদ্ধে অপরাধ, বিশেষ করে তাদের পানীয়তে মাদক মিশিয়ে তাদের যৌন হেনস্থা করার মতো অপরাধ দমনের জন্য বিভিন্ন পদক্ষেপের ঘোষণা করেছিলেন, ক্লিভারলি। এর মাত্র কয়েক ঘন্টা পরই ডাউনিং স্ট্রিটের রিসেপশনে তাঁকে বলতে শোনা যায়, প্রতি রাতেই নাকি তিনি তাঁর স্ত্রীর পানীয়তে কিছুটা করে রোহিপনল নামে ‘ডেট রেপ ড্রাগ’ মিশিয়ে দেন। পরে ক্লিভারলি দাবি করেছেন, এটা একটা রসিকতা ছিল। এর জন্য তিনি ক্ষমাও চেয়েছেন, তবে, তাতে চিড়ে ভিজছে না। অবিলম্বে তাঁর পদত্যাগের দাবি উঠেছে ব্রিটেনে।

মহিলা ও মেয়েদের বিরুদ্ধে হিংসার মোকাবেলা করাকেই তিনি ব্যক্তিগতভাবে ‘অগ্রাধিকার’ দেন বলেছিলেন ক্লিভারলি। স্পাইকিং, অর্থাৎ, মহিলাদের পানীয়ে মাদক মেশানোকে তিনি ‘বিকৃত’ অপরাধ বলেছিলেন। সেই সঙ্গে তাঁর দফতর এই অপরাধ মোকাবিলায় কিছু কঠোর ব্যবস্থা গ্রহণের কতা বলেছিল। এর কয়েক ঘণ্টা পরই, তাঁকে ডাউনিং স্ট্রিটের রিসেপশনে ওই মন্তব্য করতে শোনা যায়। ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “যদি সামান্য পরিমাণে মাদক মোশানো হয়, তবে তা অবৈধ নয়।” এমনকী বউয়ের পানীয়ে,তাঁর অজান্তে মাদক মেশানোকে তিনি দীর্ঘ বৈবাহিক সম্পর্কের চাবিকাঠি বলেও উল্লেখ করেনষ তিনি বলেন, “এর ফলে আপনার স্ত্রী সর্বদা প্রশান্তিতে থাকেন। ফলে, তিনি বুঝতেই পারেন নাষ, তাঁর আশপাশে আরও ভাল ভাল পুরুষ আছে।”

ক্লিভারলির পক্ষ থেকে দাবি করা হয়েছে, ওই কথোপকথন ছিল একান্তই ব্যক্তিগত এবং তিনি বিদ্রূপাত্মক রসিকতা করেছিলেন। তবে, এতে অনেকে আঘাত পেয়েছেন বলে, তিনি ক্ষমাপ্রার্থী। সাধারণত, ডাউনিং স্ট্রিটের রিসেপশনের কথোপকথনকে ব্যক্তিগত বলেই ধরা হয় এবং সংবাদমাধ্যমগুলিও তা রিপোর্ট করে না। কিন্তু, স্বরাষ্ট্রমন্ত্রী মহিলাদের বিরুদ্ধে অপরাধের বিষয়ে কড়া ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে, তাঁর মুখ থেকেই এই কথাগুলি বের হওয়ায়, এই বিষয়টি রিপোর্ট করেছে সানডে মিরর।

এরপরই, ঝাঁপিয়ে পড়েছে নারী অধিকার রক্ষা সংগঠনগুলি এবং বিরোধীরা। নারী অধিকার গোষ্ঠী ফসেট সোসাইটি বলেছে, ক্লিভারলির মন্তব্যগুলি ‘অসুস্থ’, তারা তাঁর পদত্যাগ দাবি করেছে। মহিলাদের নিরাপদ রাখার দায়িত্বে থাকা একজন পদস্থ মন্ত্রী মহিলাদের গোপনে মাদক সেবন করানোর মতো ভয়ঙ্কর বিষয় নিয়ে রসিকতা করছেন, এর থেকে দুঃখজনক কিছউ হতে পারে না বলে জানিয়েছে তারা। বিরোধী দল লেবার পার্টি বলেছে, ব্রিটিশ মহিলারা যে নিরাপদ বোধ করেন না, এতে আশ্চর্যের কিছু নেই। সব ক্ষেত্রেই রসিকতা করছিলাম, এই অজুহাত দেওয়া যায় না। মহিলাদের বিরুদ্ধে হিংসাকে তিনি গুরুত্ব দিয়ে মোকাবিলা করবেন, এই বিশ্বাস হারিয়ে গিয়েছে। তাই ক্লিভারলির পদত্যাগ করা উচিত।

‘ডেট রেপ ড্রাগ’ হল সেই ধরনের মাদক, যা, অনেক সময় মহিলাদের পানীয়তে গোপনে মিশিয়ে দেওয়া হয়। ফলে, কিছুক্ষণ পরে, তাদের আর হুশ থাকে না। ওই অবস্থায় কেউ তাঁকে যৌন হেনস্থা করলে, বা ধর্ষণ করলে, তাঁর বাধা দেওয়ার ক্ষমতা থাকে না। প্রায়শই এই ধরনের মাদক হিসেবে রোহিপনল বা গামা হাইড্রক্সিবিউটিরাইট ব্যবহার করা হয়।

Next Article