মাদ্রিদ: ৬০ বছর আগে স্পেনে উদ্ধার হয়েছিল বেশ কিছু ধনসম্পদ। সেই সব সম্পদ ছিল ব্রোঞ্জ যুগের। ১৯৬৩ সালে উদ্ধার হওয়া সেই সম্পদের নাম ট্রেজার অব ভিলেনা। মোট ৫৯টি বোতল, বাটির মধ্যে রাখা ছিল সেই সব সম্পদ। সেখানে রয়েছে সোনা, রুপো, লোহার বিভিন্ন গয়না। সে সবেরই উপাদানের বিশ্লেষণ করা হয়েছে। আর সেই উপাদানে মিলেছে ভিনগ্রহের উপাদান। সম্প্রতি এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে একটি জার্নালে। তার পরই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। তাহলে কী বোঞ্জ যুগেও ভিনগ্রহীরা এসেছিল আমাদের পৃথিবীতে? না অতীতে পৃথিবীতে ছিল ভিনগ্রহীদের আস্তানা?
গবেষকরা দেখেন, লোহার তৈরি কিছু জিনিসের মধ্যে অস্বাভাবিক উপাদান। তরবারিতে সোনার মোড়কের মতো জিনিস দেখেন। অপর এক জিনিসেও বেশ চকচকে উপাদান দেখেন গবেষকরা। এই দুই জিনিসেই এমন কিছু উপাদান গবেষরা পেয়েছেন, যাকে ভিন গ্রহের জিনিস বলে উল্লেখ করা হচ্ছে। এবং যে লোহা দিয়ে তা তৈরি হয়েছিল, সেটি ভিনগ্রহের বলে উল্লেখিত হয়েছে রিপোর্টে। ইবেমরিয়ান পেনিনসুলাতে এই ধরনের জিনিসের পাওয়া গিয়েছিল। উল্কাপিণ্ড তা তা পৃথিবীতে এসেছিল বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। এই ঘটনা কয়েক লক্ষ বছর আগে ঘটেছিল বলে মত বিজ্ঞানীদের।
স্পেনে পাওয়া ওই সম্পদের মধ্যে ছিল তরবারি এবং সি আকারের ব্রেসলেট। যা খ্রিস্টপূর্ব ১৪০০ থেকে ১২০০ সময়কালের মধ্যে তৈরি হয়েছে। দুটি জিনিসই তৈরি করা হয়েছিল সোনা এবং লোহা দিয়ে। এই দুই ধাতুর সংমিশ্রণ এবং ব্যবহার খুবই উল্লেখযোগ্য লেগেছে গবেষকদের কাছে। এর মাধ্যমে সে সময়ের সামাজিক বিষয়েও আঁচ পেতে চাইছেন বিজ্ঞানীরা।