AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hurricane Hilary: ৮৪ বছরে রেকর্ড! ‘হিলারি’-তে লন্ডভন্ড ক্যালিফোর্নিয়া, উদ্বেগ বাড়াল ভূমিকম্প

Earthquake: ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ওজাই শহর। এর উপর হ্যারিকেন 'হিলারি'-তে তছনছ হয়ে গিয়েছে ক্যালিফোর্নিয়া। বিগত ৮৪ বছরে এই প্রথমবার ক্যালিফোর্নিয়ায় এরকম শক্তিশালী ক্রান্তীয় ঝড় আছড়ে পড়ল।

Hurricane Hilary: ৮৪ বছরে রেকর্ড! 'হিলারি'-তে লন্ডভন্ড ক্যালিফোর্নিয়া, উদ্বেগ বাড়াল ভূমিকম্প
ক্যালিফোর্নিয়ার বিস্তীর্ণ অঞ্চলে বন্যা পরিস্থিতি।Image Credit: AFP
| Edited By: | Updated on: Aug 21, 2023 | 4:05 PM
Share

ক্যালিফোর্নিয়া: বিধ্বংসী হ্যারিকেন ‘হিলারি’ (Hurricane Hilary)-তে লন্ডভন্ড অবস্থা ক্যালিফোর্নিয়ার (California)। ঘর-বাড়ি, গাছপালা ভেঙে পড়ার পাশাপাশি অনেক জায়গায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর মধ্যে নতুন করে উদ্বেগ বাড়াল ভূ-কম্পন। সোমবার সকালে মাঝারি মানের ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল ক্যালিফোর্নিয়ার বিস্তীর্ণ অঞ্চল। যদিও এই ভূমিকম্পে হতাহত বা ক্ষয়ক্ষতির খবর নেই। তবে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। একদিকে ঝড়, অন্যদিকে ভূমিকম্প- দুইয়ে বিধ্বস্ত ক্যালিফোর্নিয়ার বিভিন্ন অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেছে প্রশাসন।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে ভূমিকম্পে কেঁপে ওঠে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ওজাই শহর। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.১। যদিও এই ভূমিকম্পে হতাহতের কোনও খবর নেই। তবে হ্যারিকেন ‘হিলারি’-তে তছনছ হয়ে গিয়েছে মেক্সিকো থেকে ক্যালিফোর্নিয়া-সহ মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চল। বিগত ৮৪ বছরে এই প্রথমবার ক্যালিফোর্নিয়ায় এরকম শক্তিশালী ক্রান্তীয় ঝড় আছড়ে পড়ল বলে মার্কিন যুক্তরাষ্ট্র ন্যাশনাল হ্যারিকেন সেন্টারের (NHC) দাবি।

‘হিলারি’-র দাপটে ইতিমধ্যে ক্যালিফোর্নিয়ার বিস্তীর্ণ অঞ্চল লন্ডভন্ড হয়ে গিয়েছে। অনেক জায়গায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এখনই এই দুর্যোগ থেকে রেহাই পাওয়ার সম্ভাবনা নেই। বাজা ক্যালিফোর্নিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ‘সর্বনাশা ও প্রাণঘাতী বন্যা’ পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ন্যাশনাল হ্যারিকেন সেন্টার।

NHC সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকালে বাজা ক্যালিফোর্নিয়ার পেনিনলুলায় আছড়ে পড়ে শক্তিশালী ঝড় ‘হিলারি’। ল্যান্ডফলের সময় হিলারি-র গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটার। তার জেরে প্রচণ্ড ঝড় ও বৃষ্টিপাত শুরু হয়। তারপর ধীরে-ধীরে ‘হিলারি’ উত্তরের দিকে এগোতে শুরু করে। রবিবার রাত পর্যন্ত যে বৃষ্টিপাত হয়েছে সেটা সম্ভবত ‘ঐতিহাসিক’ বলে দাবি NHC-র। এদিন ভোরে হিলারি ক্যাটেগরি- ৪ পর্যায়ে পৌঁছেছে। অর্থাৎ হিলারি-র গতিবেগ পৌঁছেছে প্রতি ঘণ্টায় ২০৯-২৫১ কিলোমিটার। যার জেরে একেবারে তছনছ হয়ে গিয়েছে বাজা ক্যালিফোর্নিয়া।

স্থানীয় সংবাদমাধ্যমের ভিডিয়োতে দেখা যাচ্ছে, প্রচণ্ড ঝড়-বৃষ্টির জেরে লস অ্যাঞ্জেলসের বিস্তীর্ণ অঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র ন্যাশনাল পার্ক বন্ধ করে দেওয়া হয়েছে। আবার মেক্সিকান শহরে গাড়ি ভেসে যাওয়ার দৃশ্য ক্যামেরাবন্দি হয়েছে। স্থানীয়দের সতর্কবার্তা দিয়ে লস অ্যাঞ্জেলসের মেয়র কারিন বাস বলেন, “এটা অকল্পনীয় আবহাওয়া।” বিশেষ প্রয়োজন ছাড়া স্থানীয়দের ঘর থেকে না বেরোনোর পরামর্শ দিয়েছেন তিনি।