ব্রিটেন: বৃহস্পতিবার ৯৬ বছর বয়সে মারা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। রানি এলিজাবেথের মৃত্যুর পরই তৃতীয় চার্লসের রাজ্যভিষেক ছিল শুধুমাত্র সময়ের অপেক্ষা। শনিবার ব্রিটেনের রাজা হিসেবে দায়িত্ব তুলে নিলেন তৃতীয় চার্লস। লন্ডনের সেন্ট জেমস প্যালেসে এদিন তৃতীয় চার্লসের হাতে দায়িত্ব হস্তান্তরিত হয়েছে। প্রিন্স উইলিয়াম, প্রধানমন্ত্র লিজ ট্রাস এবং আর্চ বিশপ জাস্টিন ওয়েলবাইনের উপস্থিতি সই করেন চার্লস। যদিও প্রিন্স চার্লস ফিলিপ আর্থার জর্জ তাঁর মা রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর নতুন রাজা হয়েছিলেন, তবে অ্যাক্সিশন কাউন্সিল এদিন আনুষ্ঠানিকভাবে নতুন রাজার নাম ঘোষণা করেছে।
প্রিভি কাউন্সিলের সদস্যদের নিয়ে অ্যাক্সিশন কাউন্সিল তৈরি হয়েছে। অতীত ও বর্তমানের সিনিয়র সাংসদ ও তাদের সহকর্মী, সরকারি আমলা, কমনওয়েলথ হাই কমিশনার এবং লন্ডনের লর্ড মেয়রকে নিয়ে এই কাউন্সিল তৈরি করা হয়। এদিন স্থানীয় সময় সকাল ১১টার সময় পতাকা উড়িয়ে এবং রাজকীয় বন্দুকের গান স্যালুটের মাধ্যমে নয়া রাজাকে সম্মান জানানো হয়েছে। ব্রিটেনের হাউজ অব কমনসে রাজা তৃতীয় চার্লসের কাছে শপথ নেন সরকারে সিনিয়র সদস্যরা।
দেশের সব থেকে প্রবীণ রাজা হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম ভাষণে তৃতীয় চার্লস রানি দ্বিতীয় এলিজাবেথের কথা স্মরণ করেন। তিনি জানিয়েছেন, দেশের সেবায় তিনি নিজের জীবন, সম্মান ও ভালবাসা নিয়োজিত করবেন। উল্লেখ্য ৭০ বছর রানি হিসেবে দায়িত্ব পালনের পর ৯৬ বছর বয়সে মারা গিয়েছেন দ্বিতীয় এলিজাবেথ। ৭০ বছর ধরে রাজত্ব করার রেকর্ড কারও নেই। দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু পর গোটা বিশ্বে শোকের ছায়া নেমে এসেছে। রবিবার ভারতেও রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।