China Chess: পায়ু দিয়ে খেলে দাবা চ্যাম্পিয়ন চিনা, বাথটাবে মলত্যাগ করে খোয়ালেন খেতাব

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Dec 27, 2023 | 10:19 PM

China Chess: ওয়েইবো-তে এই গুরুতর অভিযোগ উঠলেও, বর্তমানে এই প্রতারণার অভিযোগ প্রমাণ করা অসম্ভব বলে জানিয়েছে চিনা জিয়াংকি সমিতি। তাহলে কেন ইয়ানের খেতাব কেড়ে নেওয়া হল? জিয়াংকি সমিতি জনিয়েছে, এর কারণ খেতাব জয়ের পর তাঁর অভব্য আচরণ। কী করেছিলেন ইয়ান?

China Chess: পায়ু দিয়ে খেলে দাবা চ্যাম্পিয়ন চিনা, বাথটাবে মলত্যাগ করে খোয়ালেন খেতাব
প্রতীকী ছবি
Image Credit source: Twitter

Follow Us

সাংহাই: জিয়াংকি অর্থাৎ, চিনা দাবা এশিয়া জুড়ে শত শত বছর ধরে ব্যাপক জনপ্রিয়। কিন্তু, এবার এই খেলাতেই প্রতারণার গুজব এবং চ্যাম্পিয়নের আচরণ নিয়ে হৈচৈ পড়ে গিয়েছে। গত সপ্তাহেই এই খেলায় জাতীয় চ্যাম্পিয়ন হয়েছিলেন ৪৮ বছরের ইয়ান চেংলং। তাঁর বিরুদ্ধে ওঠা প্রতারণা অভিযোগ সম্পর্কে কোনও ব্যবস্থা নিতে না পারলেও, জয়ের পরে তাঁর কুৎসিত আচরণের জেরে, তাঁর খেতাব কেড়ে নিল চিনা জিয়াংকি সমিতি। তাঁর পুরস্কারের অর্থও বাজেয়াপ্ত করা হবে বলে জানা গিয়েছে।

গত সপ্তাহেই ডজন খানেক প্রতিযোগীকে হারিয়ে ‘জিয়াংকি কিং’ খেতাব জিতেছিলেন ইয়ান। কিন্তু এরপরই, চিনা সোশ্যাল মিডিয়া ওয়েইবোতে তাঁর বিরুদ্ধে মলদ্বার ব্যবহার করে প্রতারণার অভিযোগ ওঠে। অভিযোগ অনুসারে, প্রতিযোগিতা চলাকালীন ইয়ান অত্যন্ত কৌশলে দাবা বোর্ডের অবস্থা, তাঁর এক সঙ্গীকে পাঠাতেন। আর তাঁকে কী চাল দিতে হবে, সেটা পাল্টা সংকেতে ইয়ানকে পাঠাত সেই সঙ্গী।

এর জন্য তিনি বেতার ট্রান্সমিটার লাগানো ‘অ্যানাল বিডস’ ব্যবহার করেছিলেন। অ্যানাল বিডস হল এক ধরনের ‘সেক্স টয়’, যা পায়ুতে প্রবেশ করাতে হয়। সেই অ্যানাল বিডসগুলিতে পায়ুর মাধ্যমে চাপ দিয়ে কোডের মাধ্যমে সঙ্গীর কম্পিউটারে দাবা বোর্ড সম্পর্কে তথ্য পাঠিয়েছিল ইয়ান, এমনটাই অভিযোগ। আর, তাকে কী চাল দিতে হবে, তা কম্পনের আকারে কম্পিউটার থেকে অ্যানাল বিডসগুলিতে পাঠাত সেই সঙ্গী। বিডসগুলি কতবার কাঁপছে, কোন ছন্দে কাঁপছে, পায়ু দিয়ে তা অনুভব করে সঠিক চাল পড়ে নিত ইয়ান।

ওয়েইবো-তে এই গুরুতর অভিযোগ উঠলেও, বর্তমানে এই প্রতারণার অভিযোগ প্রমাণ করা অসম্ভব বলে জানিয়েছে চিনা জিয়াংকি সমিতি। তাহলে কেন ইয়ানের খেতাব কেড়ে নেওয়া হল? জিয়াংকি সমিতি জনিয়েছে, এর কারণ খেতাব জয়ের পর তাঁর অভব্য আচরণ। কী করেছিলেন ইয়ান? সমিতি জানিয়েছে, ১৭ ডিসেম্বর খেতাব জয়ের রাতে হোটেলের ঘরে আরও কয়েকজনের সঙ্গে আকণ্ঠ মদ্যপান করেছিলেন। এর পরেরদিন তিনি বাথরুমে গয়ে, বাথটাবে মলত্যাগ করেন।

এর ফলে ওই হোটেলের ক্ষতি হয়েছে। ইয়ান জনশৃঙ্খলা এবং নৈতিকতার সীমা লঙ্ঘন করেছেন বলে জানিয়েছে জিয়াংকি সমিতি। ইয়ানের এই আচরণ, এই প্রতিযোগিতা এবং সামগ্রিকভাবে জিয়াংকি খেলাটির উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেছে সমিতি। আর সেই কারণেই তাঁর পুরস্কার কেড়ে নেওয়া হয়েছে। ইয়ানের বাজেয়াপ্ত হওয়া পুরস্কার-অর্থ কত ছিল, তা অবশ্য সমিতি জানায়নি। তবে জিয়াংকি প্রতিযোগিতাগুলি সাধারণত বিজয়ীদের কয়েক হাজার ইউয়ান দেওয়ার হয়। ১ ইউয়ান মানে প্রায় ১২ টাকা।

Next Article