AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

China: গোপনে বাঁধ তৈরি করছে চিন! আতঙ্কে অরুণাচল

China: ভারতের আশঙ্কার অন্যতম কারণ হল, চিন এই বাঁধ নির্মাণে কোনওরকম আন্তর্জাতিক জলচুক্তিতে সই করতে নারাজ। পাশাপাশি যেভাবে এত বড় বাঁধ নির্মাণ নিয়ে চিন লুকোনোর চেষ্টা করছে, সেটাও ভাবাচ্ছে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের।

China: গোপনে বাঁধ তৈরি করছে চিন! আতঙ্কে অরুণাচল
| Updated on: Jul 11, 2025 | 6:44 PM
Share

ইটানগর: অরুণাচল প্রদেশের মাত্র ৫০ কিলোমিটার দূরে বিশ্বের দীর্ঘতম বাঁধ ‘মেডগ ড্যাম’ তৈরি করছে বেজিং। তিব্বতের ইয়ারলাং সাংপো এলাকায় ১৩৭ বিলিয়ন ডলার খরচে ৬০ হাজার মেগাওয়াটের জলবিদ্যুৎ উৎপাদনকারী প্রকল্পের জন্য তৈরি হচ্ছে এই বাঁধ। গোটাটাই চলছে অত্যন্ত গোপনে, লুকিয়ে। কিন্তু ভারতের এত কাছাকাছি হওয়ায় এই বাঁধ নিয়ে স্বাভাবিকভাবেই আতঙ্কে রয়েছে অরুণাচলের মুখ্যমন্ত্রী।

প্রেমা খান্ডু এই বাঁধের সঙ্গে ‘ওয়াটার বম্ব’-এর তুলনা করেছেন। সাংপো নদীই ভারতে প্রবেশ করে অরুণাচলে সিয়াং ও অসমের উপর দিয়ে বাংলাদেশে যাওয়ার পথে ব্রহ্মপুত্র হয়েছে। এই বাঁধ নির্মাণের ফলে সিয়াং ও ব্রহ্মপুত্রের জলস্তরের নিয়ন্ত্রণ অনেকটাই চিনের হাতে চলে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন অরুণাচলের মুখ্যমন্ত্রী।

বেজিং বাঁধ খুলে দিলে বাড়তি জলস্রোতে ভারতে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে, দাবি প্রেমা খান্ডুর। আবার বাঁধের মুখ বন্ধ করে দিলে ভারতে জলসঙ্কট তৈরি হতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।

ভারতের আশঙ্কার অন্যতম কারণ হল, চিন এই বাঁধ নির্মাণে কোনওরকম আন্তর্জাতিক জলচুক্তিতে সই করতে নারাজ। পাশাপাশি যেভাবে এত বড় বাঁধ নির্মাণ নিয়ে চিন লুকোনোর চেষ্টা করছে, সেটাও ভাবাচ্ছে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের। এই বাঁধের পরিবেশগত ও ভূ-রাজনৈতিক প্রতিক্রিয়া নিয়েও গভীর উদ্বেগ তৈরি হয়েছে।

ভারত পহলগাওঁতে হামলার প্রতিবাদে পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলচুক্তি ‘রদ’ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে বার্তা দিয়েছে। পাকিস্তানও চিনের নাম করে পাল্টা হুঁশিয়ারি দিয়ে রেখেছে, ভারতকেও ভবিষ্যতে একই ফল ভুগতে হবে। এই মেডগ ড্যাম নিয়েই কি ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের, আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না দিল্লি। প্রেমা খান্ডু সম্প্রতি পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে একথাও বলেছেন, চিনা সেনার চেয়ে চিনের এই জলপ্রকল্প কিছুমাত্র কম ভয়ঙ্কর নয়।