বেজিং: মহাকাশ গবেষণা পাকিস্তানের এখন দোসর হয়েছে লালফৌজের দেশ চিন। শুক্রবার, চিনের জিউকুয়ান উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র থেকে নিজেদের পর্যবেক্ষণ উপগ্রহ মহাকাশে পাঠাল পাকিস্তান।
পড়শি দেশের তৈরি সেই উপগ্রহের নাম ‘পিআরএসসি-ইও১’। সেদেশের মহাকাশ গবেষণা সংস্থা সুপারকো সূত্রে জানা গিয়েছে, প্রাকৃতিক সম্পদের নিরীক্ষণ, দুর্যোগ মোকাবিলা-সহ একাধিক পর্যবেক্ষণ মূলক কাজে সাহায্য় করবে এই উপগ্রহটি। তার তৈরি রিপোর্টের ভিত্তিতে নিজেদের কৌশল নির্ধারণ করবে পাকিস্তান।
এদিন এই পাক পর্যবেক্ষণ উপগ্রহের পাশাপাশি আরও দু’টি উপগ্রহও একই সঙ্গে উৎক্ষেপণ করে হয়েছিল। অবশ্য, চিনের হাত ধরে মহাকাশের এই পর্যবেক্ষণ উপগ্রহ পাঠিয়ে বেশ খুশি সেদেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তাঁর দাবি, ‘মহাকাশবিজ্ঞান ও প্রযুক্তিতে বিকাশ ঘটছে পাকিস্তানের। আপাতত সুপারকো’র নেতৃত্বেই গোটা বিষয়টা সম্ভব হয়েছে।’
Soaring higher and higher !
Proud moment for the nation as 🇵🇰 proudly launches its first indigenous Electro-Optical (EO-1) satellite from the Jiuquan Satellite Launch Center, China.From predicting crop yields to tracking urban growth, #EO1 is a leap forward in our journey… pic.twitter.com/EJX3MY8Kgh
— Shehbaz Sharif (@CMShehbaz) January 17, 2025
তবে চিন-পাকিস্তানের এই বন্ধুত্ব কিন্তু কোনও মতেই ভাল চোখে দেখছে না আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। বরাবর ভারতের উপর নজরদারি চালাতে মহাকাশে উপগ্রহ পাঠিয়েছে চিন। এবার আবার তাদের দোসর হয়েছে পাকিস্তান। ফলত, শঙ্কা বাড়ছে ভারতের, এমনটাই দাবি তাদের।
উল্লেখ্য, এই নজরদারি প্রসঙ্গে চিনের বিরুদ্ধে এককালে সুর চড়িয়েছিল খোদ আমেরিকাও। ২০২৩ সালেও একটি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করেছিল চিন। ‘লং মার্চ ৫’ লঞ্চার রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করা হয়েছিল সেই উপগ্রহটি। পরবর্তীতে অভিযোগ ওঠে, ওই শক্তিশালী উপগ্রহটির মাধ্যমে বিভিন্ন দেশে নজরদারি চালাচ্ছে চিন। অবশ্য, এই অভিযোগগুলির ভিত্তিতে কোনও সাক্ষ্য প্রমাণ আজও অমিল।