ওয়াশিংটন: গুপ্তচরবৃত্তির অভিযোগ দীর্ঘদিন ধরেই রয়েছে চিনের বিরুদ্ধে। এবার তাদের বিরুদ্ধে উঠল আরও ভয়ঙ্কর অভিযোগ। অন্যান্য দেশের উপরে নজরদারি করার জন্য এবার হাই-অল্টিটিউড সুপার সনিক স্পাই ড্রোন ওড়াতে পারে চিন। শব্দের গতির থেকেও তিন গুণ বেশি দ্রুত এগোতে পারে এই ড্রোন। মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের তরফে এমনটাই দাবি করা হল। ওই সংবাদমাধ্য়মের দাবি, গোপন নথি ফাঁস হয়ে যাওয়ার কারণেই চিনের এই পরিকল্পনা সম্পর্কে জানা গিয়েছে।
ওয়াশিংটন পোস্টের দাবি, ন্যাশনাল জিওস্পাটাল ইন্টেলিজেন্স এজেন্সির এক গোপন নথিতেই চিনের নজরদারি চালানোর নতুন পরিকল্পনা সম্পর্কে জানা গিয়েছে। ওই গোপন নথিতে বেশ কিছু স্যাটেলাইট চিত্র রয়েছে। গত বছরের অগস্ট মাসে তোলা ওই ছবিতে দেখা গিয়েছে সাংহাই থেকে ৫৬০ কিলোমিটার দূরে পূর্ব চিনের এয়ারবেসে ডব্লুজেড-৮ রকেট প্রপেলড ড্রোন দেখা গিয়েছে।
ওই উপগ্রহ চিত্রের সত্যতা যাচাই না করা হলেও মার্কিন গোয়েন্দাদের দাবি, চিনের পিপলস লিবারেশন আর্মি তাদের বিভিন্ন এয়ারবেসে মানববিহীন আকাশযান ইউনিট এনেছে। তাইওয়ানের উপরে নিজেদের অধিকার জাহির করার জন্যই চিন এই শক্তিশালী ও ক্ষমতাধর ড্রোন এনেছে। মার্কিন প্রতিরক্ষা বিভাগের তরফে যেমন এখনও অবধি কোনও মন্তব্য করা হয়নি, তেমনই চিন সরকারও এই বিষয়ে মন্তব্য করেনি।
ম্যাসাচুসেট এয়ার ন্যাশনাল গার্ডের এক সদস্য সম্প্রতিই একটি মেসেজিং অ্য়াপে ওই গোপন নথির ছবি ফাঁস করে দেন, সেখান থেকেই মার্কিন গোয়েন্দা বিভাগ জানতে পারে যে চিন সুপারসনিক স্পাই ড্রোন ইউনিট প্রস্তুত করছে।
উল্লেখ্য, গত সপ্তাহের বৃহস্পতিবারই এফবিআই জ্যাক ডগলাস নামক বছর একুশের এক যুবককে গ্রেফতার করে। ওই যুবক মার্কিন এয়ার ন্যাশনাল গার্ডের সদস্য। তাঁর বিরুদ্ধে মার্কিন প্রশাসনের বিভিন্ন গোপন নথি ফাঁস করে দেওয়ার অভিযোগ করা হয়। ফাঁস হওয়া ওই নথিগুলিতে এমন বেশ কিছু তথ্য ছিল যা মার্কিন প্রশাসনকে অস্বস্তিতে ফেলেছে এবং বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ারও আশঙ্কা করা হচ্ছে।