China Taiwan Conflict: ‘কেউ রুখতে পারবে না…’, বছরের প্রথম দিনেই কাকে ‘দখলদারির’ হুঁশিয়ারি দিল চিন?
China Taiwan Conflict: গত বছর থেকেই তাইওয়ান ইস্যুতে সুর চড়িয়েছে চিন। দীর্ঘদিনের শত্রুকে ভয় দেখাতে ওই দেশের অদূরে সামরিক মহড়া চালিয়েছে চিন।
বেজিং: নতুন বছরের শুরুতেই বোমা ফাটাল চিন। তাইওয়ান ‘দখল’ করা থেকে কেউ রুখতে পারবে না লালফৌজকে, বছরের প্রথম দিনেই হুঙ্কার চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের। মঙ্গলবার বর্ষবরণের সময়কালে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছিলেন শি। সেখানেই এমন হুঙ্কার তোলেন তিনি।
এদিন শি জিনপিং বলেন, ‘তাইওয়ান প্রণালীর দুই প্রান্তের মানুষ একটিই পরিবারের অংশ। কেউ এই সম্পর্ককে ভাঙতে পারবে না এবং কেউই পুনরায় একত্রিত হওয়া থেকে আমাদের আটকাতেও পারবে না।’ চিনের প্রেসিডেন্টের এহেন মন্তব্যের নেপথ্যে ‘দখলদারি’ মানসিকতাকেই ইঙ্গিত দিচ্ছে ওয়াকিবহাল মহল।
গত বছর থেকেই তাইওয়ান ইস্যুতে সুর চড়িয়েছে চিন। দীর্ঘদিনের শত্রুকে ভয় দেখাতে ওই দেশের অদূরে সামরিক মহড়া চালিয়েছে চিন। তাদের বরাবরের দাবি, তাইওয়ান আদতেই চিনের অবিচ্ছেদ্য অঙ্গ। আর সেই অঙ্গকেই এবার ফেরত চায় শি জিনপিং। তবে চিনের এই একচ্ছত্র আধিপত্য বিস্তারের মানসিকতাকে মোটেই পছন্দ করে না তাইওয়ানের গণতান্ত্রিক সরকার। তাদের দাবি, এই রাষ্ট্রের ভবিষ্যৎ খোদ এখানকার মানুষের হাতে। তারাই সিদ্ধান্ত নেবে তারা চিনের অঙ্গরাজ্য হয়ে উঠবে নাকি স্বাধীন ভাবে বাঁচবে।
উল্লেখ্য, গত বছরে তাইওয়ানের নির্বাচনের পর থেকেই অন্তত তিন বার সামরিক অভিযান চালিয়েছে চিন। ভোটের পর থেকে তাইওয়ানকে নিজেদের দখলে আনতে ক্রমাগত বল প্রয়োগ করে চলেছে চিন, এমনটাই দাবি আন্তর্জাতিক বিশেষজ্ঞদের। অন্যদিকে, এই প্রসঙ্গে তাইওয়ান প্রশাসনের দাবি, সাম্প্রতিক কালে চিন ওই রাষ্ট্রের অদূরে সামরিক মহড়া চালিয়ে চলেছে। যা চিন্তার বিষয়। শুধু তা-ই নয়, বহু বার আকাশ সীমানাও লঙ্ঘন করে তাইওয়ানের উপর দিয়ে যুদ্ধবিমান উড়িয়ে নিয়ে গিয়েছে শিয়ের সেনা।