China HMPV Cases: ১০ দিনেই আক্রান্ত বেড়েছে ৫২৯ শতাংশ, চিনের উহানে বন্ধ হল স্কুল

ঈপ্সা চ্যাটার্জী |

Jan 08, 2025 | 11:15 AM

HPMV: উহান। চিনের এই প্রদেশের ল্যাব থেকেই করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছিল বলে অনুমান করা হয়। এবার সেই উহানে এইএমপিভি আতঙ্ক। জানা গিয়েছে, উহানে ৫২৯ শতাংশ আক্রান্ত বেড়েছে। ৩০ জন শিশুর আক্রান্ত হওয়ার খবর মিলতেই উহানে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

China HMPV Cases: ১০ দিনেই আক্রান্ত বেড়েছে ৫২৯ শতাংশ, চিনের উহানে বন্ধ হল স্কুল
ফাইল চিত্র।
Image Credit source: X

Follow Us

বেজিং: ৫ বছর পর যেন দ্বিতীয় কোভিডের ছায়া। চিনে নয়া আতঙ্কের নাম হিউম্যান মেটানিউমোভাইরাস। করোনার মতোই হু হু করে ছড়াচ্ছে এই ভাইরাস। ইতিমধ্যেই ভারত, মালয়শিয়া, জাপান, হংকং, কাজাকস্তানেও এই ভাইরাসে আক্রান্তের হদিস মিলেছে। ভারতে এই সংক্রমণ ভয়াবহ আকার ধারণ না করলেও, চিনের উহানে ভাইরাস আতঙ্কে বন্ধ করে দেওয়া হল স্কুল। বিগত ১০ দিনেই সেখানে আক্রান্তের সংখ্যা ৫২৯ শতাংশ বেড়েছে।

উহান। চিনের এই প্রদেশের ল্যাব থেকেই করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছিল বলে অনুমান করা হয়। এবার সেই উহানে এইএমপিভি আতঙ্ক। জানা গিয়েছে, উহানে ৫২৯ শতাংশ আক্রান্ত বেড়েছে। ৩০ জন শিশুর আক্রান্ত হওয়ার খবর মিলতেই উহানে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, সংক্রমণ বাড়তেই চিনে অ্যান্টিভাইরাল ওষুধের ব্যাপক সঙ্কট দেখা দিয়েছে। চাহিদা বাড়তেই ওষুধের কালোবাজারি শুরু হয়েছে। এক একটা ওষুধের দাম ৪০ ডলার পার করেছে বলেই খবর।

অন্যদিকে, বিশ্বজুড়েই এইচএমপি ভাইরাস নিয়ে আতঙ্ক ছড়াতেই উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। চিনের কাছ থেকে তারা এই ভাইরাস সম্পর্কে  সম্পূর্ণ তথ্য জানতে চাওয়া হয়েছে।

চিনের পাশাপাশি এখনও পর্যন্ত ভারত,ব্রিটেন, মালয়শিয়া, জাপান, হংকং ও কাজাকস্তানে এইচএমপিভি আক্রান্তের খোঁজ মিলেছে।  স্পেনেও ইনফ্লুয়েঞ্জা সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে।

ভারতের মধ্যে কর্নাটক, গুজরাট, তামিলনাড়ু, মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গে মোট আটজন আক্রান্তের খোঁজ মিলেছে। রাজ্যগুলিতে ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে।

Next Article