ঘুমিয়ে পড়ায় তাড়িয়ে দিয়েছিল চাকরি থেকে, অফিসকেই ৪১ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে বলল কোর্ট

ঈপ্সা চ্যাটার্জী |

Nov 25, 2024 | 12:55 PM

Court:

ঘুমিয়ে পড়ায় তাড়িয়ে দিয়েছিল চাকরি থেকে, অফিসকেই ৪১ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে বলল কোর্ট
প্রতীকী চিত্র।
Image Credit source: Meta AI

Follow Us

বেজিং: অফিসে কাজ করতে করতেই ঘুমিয়ে পড়েছিলেন ডেস্কে। সিসিটিভি-তে দেখতে পেয়েই তাড়িয়ে দিয়েছিল অফিস। একটু চোখ লেগে যাওয়ায়, এত বড় শাস্তি! আদালতের ছুটেছিলেন ব্যক্তি। আদালতও তাঁর দাবিকেই মান্যতা দিল। ‘লঘু পাপে, গুরু দণ্ড’ দেওয়ায় সংস্থাকেই তাড়িয়ে দেওয়া কর্মীকে মোটা অঙ্কের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল আদালত।

চিনের জিয়াংসু প্রদেশের বাসিন্দা জাং তাইশিংয়ে একটি কেমিক্যাল কোম্পানির ডিপার্টমেন্ট ম্যানেজার পদে কাজ করতেন। বিগত ২০ বছর ধরেই তিনি ওই সংস্থায় কাজ করছিলেন। কাজের চাপে সারা রাত কাজ করেছিলেন তিনি। পরেরদিন সকালে কাজ করতে করতেই চোখ লেগে যায়, ডেস্কে ঘুমিয়ে পড়েন তিনি।

সিসিটিভি ফুটেজে ওই কর্মীকে ঘুমাতে দেখেই সংস্থার মানব সম্পদ বিভাগ রিপোর্ট দেয় যে কাজের চাপে বিধ্বস্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলেন ওই কর্মী। তিনি নিজেও সহমত জানান। স্বাক্ষর করেন ওই রিপোর্টে। কিন্তু সংস্থার তরফে শ্রমিক ইউনিয়নের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হয় যে এটি সংস্থার আচরণবিধি বিরুদ্ধ। কোনওভাবেই এই আচরণ বরদাস্ত করা যাবে না। তাই চাকরি থেকে বিতাড়িত করা হচ্ছে ওই ব্যক্তিকে।

যে সংস্থায় দীর্ঘ ২০ বছর ধরে কাজ করছেন, সামান্য কারণে সেখান থেকে বিতাড়িত করার সিদ্ধান্ত সম্পূর্ণ ভুল। সংস্থার সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি আদালতের দ্বারস্থ হন। তাইশিং পিপলস কোর্টের তরফেও রায়ে বলা হয়, “প্রথমবার অফিসে ঘুমানোর অপরাধ করেছেন ওই ব্যক্তি। এতে সংস্থার কোনও গুরুতর ক্ষতিও হয়নি”। ওই ব্যক্তির দীর্ঘ পরিষেবা, প্রোমোশন, বেতন বৃদ্ধি বিবেচনা করে, সংস্থাকে নির্দেশ দেওয়া হয় যে ওই ব্যক্তিকে যেন ৩ লক্ষ ৫০ হাজার ইয়ান, (যা ভারতীয় মুদ্রা ৪১.৬ লক্ষ টাকা) ক্ষতিপূরণ দিতে হবে।

Next Article