বেজিং: ১৪ বছর আগে একটি গ্যাস স্টেশনে চুরি করেছিলেন। ডাকাতিতে তাঁর দুই সঙ্গীকে আগেই গ্রেফতার করেছিল পুলিশ। ডাকাতির মামলায় পুলিশ তাঁকেও গ্রেফতার করবে সেই ভয় জাঁকিয়ে বসেছিল মনে। তাই পুলিশের হাত থেকে বাঁচতে পাহাড়ের গুহায় লুকিয়ে ছিলেন ১৪ বছর! স্ত্রী, সন্তান ও পরিবারের অন্যদের ছেড়ে প্রত্যন্ত পাহাড়ির এলাকার গুহাতেই জীবন কাটাচ্ছিলেন তিনি। ১৪ বছর পর তাঁর মনে বোধদয় হয়। তিনি বুঝতে পারেন এ ভাবে চলতে থাকলে পরিজনদের থেকে দূরে থেকেই কেটে যাবে তাঁর জীবন। তাই গত মাসে তিনি গুহা থেকে এসে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। এই ঘটনা ঘটেছে চিনে। অভিযুক্ত ব্যক্তি ১৫৬ ইউয়ান চুরি করেছিলেন। ভারতীয় মুদ্রায় যা ১ হাজার ৮৫৯ টাকা। এই পরিমাণ টাকা চুরির জন্য ১৪ বছর গুহাবাসী হয়ে থাকলেন তিনি।
চিনের সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম লিউ মউফু। তিনি চিনের হুবেই প্রদেশের এনশি শহরের বাসিন্দা। ২০০৯ সালে গ্যাস স্টেশনে তিনি যখন চুরি করেছিলেন তখন তাঁর বয়স ছিল ৩০ বছরের কোটায়। কিন্তু চুরি করে পুলিশের গ্রেফতারির ভয় জাঁকিয়ে বসেছিল তাঁর মনে। সে জন্যই তিনি লুকিয়ে ছিলেন গুহায়। সেখানে শিকার করেই খাবার সংগ্রহ করে খেতেন। মাঝে মধ্যে লুকিয়ে বাড়িও আসতেন। সেখান থেকেও খাবার নিয়ে যেতেন বলে উল্লেখ করা হয়েছে ওই প্রতিবেদনে।
ইতিমধ্যে পুলিশ গিয়েছিল লিউয়ের বাড়ি। কিন্তু তাঁর পরিবারের লোকেরা লিউয়ের হদিশ পুলিশকে জানানি বলে অভিযোগ। তবে পরিবারের লোকেরা লিউকে আত্মসমর্পণের জন্য বলেছিল। কিন্তু তা করতে কিছুতেই রাজি ছিলেন না লিউ। ইতিমধ্যে তাঁর বাবা মারা যায়। ছেলের বিয়ে হয়। এমনকি নাতিও হয়েছে। কিন্তু পরিবারের অসময় বা আনন্দের সময় উপস্থিত থাকতে পারেননি তিনি। পরিবার থেকে বিচ্ছিন্ন থাকার যন্ত্রণা সম্প্রতি কুঁড়ে কুঁড়ে খাচ্ছিল তাঁকে। তাই নিজেই তিনি আত্মসমর্পণের সিদ্ধান্ত নেন। জানা গিয়েছে, যে অপরাধ তিনি করেছেন, তার জন্য ৩ থেকে ১০ বছরের জেল হতে পারে।