Video: ‘ডিস্কো ড্যান্সারের’ ‘জিমি জিমি আজা আজা’ এখন চিনে প্রতিবাদের গান, ঘুরছে মুখে মুখে

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Nov 01, 2022 | 5:23 PM

'Jimmy Jimmy' song trends in China: মিঠুন চক্রবর্তী অভিনিত ডিস্কো ড্যান্সার ফিল্মের বিখ্যাত গান 'জিমি জিমি আজা আজা' এখন ট্রেন্ড করছে চিনে। নাগরিকরা এই গানের সঙ্গে বানাচ্ছেন প্রতিবাদী ভিডিয়ো।

Video: ডিস্কো ড্যান্সারের জিমি জিমি আজা আজা এখন চিনে প্রতিবাদের গান, ঘুরছে মুখে মুখে
মিঠুন অভিনিত সিনেমার গান এখন চিনে ব্যাপক জনপ্রিয়

Follow Us

বেজিং: ১৯৮২ সালের বিখ্যাত বলিউডি ফিল্ম ‘ডিস্কো ড্যান্সার’। মিঠুন চক্রবর্তী অভিনিত এই ফিল্মের মতোই সমান বিখ্যাত, বাপ্পি লাহিড়ীর কম্পোজ করা গান ‘জিমি জিমি আজা আজা’। আর এই বলিউডি গানই এখন হঠাৎ করে দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে চিনে। কোভিড-১৯ মহামারির বিরুদ্ধে সরকারের শূন্য সহনশীলতা নীতির জেরে বর্তমানে লক্ষ লক্ষ চিনা নাগরিককে এখন ঘরবন্দি করে রাখা হয়েছে। নিত্য প্রয়োজনীয় অনেক পণ্য়ই পাচ্ছেন না তাঁরা। আর মনের ক্ষোভ-বিক্ষোভ ব্যক্ত করতে, এই বিখ্যাত বলিউডি গানকেই হাতিয়ার করেছে চিনা নাগরিকরা।

বেজিং-এর জিরো-কোভিড নীতির চাপে এখন চিনা নাগরিকরা জর্জরিত। আড়াই কোটিরও বেশি জনসংখ্যার শহর সাংহাই এখন পুরোপুরি স্তব্ধ। আরও বেশ কয়েকটি চিনা শহরে, গত কয়েক সপ্তাহ ধরে নিজ নিজ অ্যাপার্টমেন্টে বন্দি থাকতে বাধ্য হচ্ছেন বাসিন্দারা। এই অবস্থায় চিনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে ‘জিমি জিমি…’ গানের সঙ্গে ভিডিয়ো তৈরি করে পোস্ট করছেন। তবে, ‘জিমি জিমি’র জায়গায় তাঁরা গাইছেন, ‘জিয়ে মি, জিয়ে মি’।


ম্যান্ডারিন ভাষায় ‘জিয়ে মি’ কথার অর্থ ‘আমাকে ভাত দাও’। এই আরোপিত লকডাউন চলাকালীন কীভাবে তাঁরা প্রয়োজনীয় খাদ্য সামগ্রী থেকে বঞ্চিত হচ্ছেন, তা তুলে ধরতে এই সোশ্যাল মিডিয়া ভিডিয়োগুলিতে চিনা নাগরিকরা জিয়ে মি জিয়ে মি গানের সঙ্গে খালি পাত্র দেখাচ্ছেন। সরকার বিরোধী যে কোনও কনটেন্ট চিন সরকারের পক্ষ থেকে দ্রুত সরিয়ে নেওয়া হয়। কিন্তু, ‘জিয়ে মি জিয়ে মি’ গানের ভিডিয়োগুলি এখনও পর্যন্ত সেন্সর করেনি বেজিং। মনে করা হচ্ছে বলিউডি হিট গানের আড়াল থাকায়, এই ভিডিয়োগুলি সরাসরি সরিয়ে নিতে পারছে না শি জিনপিং সরকার।


চিন সরকারের এই শূন্য কোভিড নীতি একেবারেই ভালভাবে নিতে পারছে না চিনা নাগরিকরা। শুধু ‘জিয়ে মি জিয়ে মি’ গানের ভিডিয়োর মাধ্যমেই নয়, রাস্তায় নেমেও এই দীর্ঘ লকডাউনের প্রতিবাদ জানাচ্ছেন বহু মানুষ। তবে, এই সকল প্রতিবাদ কড়া হাতে দমন করা হচ্ছে। চিনা নিরাপত্তা কর্মীদের হাতে লকডাউন প্রতিবাদীদের হেনস্থা হওয়ার অসংখ্য ভিডিয়োও চিনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

সম্প্রতি, উত্তর চিনের ঝেংঝুতে আইফোন অ্যাসেম্বল করার কারখানায়, করোনাভাইরাসের প্রাদুর্ভাব এবং অনিরাপদ কাজের পরিবেশের অভিযোগ করে কর্মীরা ওয়াকআউট করেছেন। তার আগে কারখানার বহু কর্মী করোনা আক্রান্ত হয়েছিলেন, তাঁদের কারখানাতেই কোয়রেন্টাইন করা হয়েছিল। এক ভাইরাল ভিডিয়োতে নিজেদের জিনিসপত্র নিয়ে কারখানার পাঁচিল টপকে পালাতে দেখা গিয়েছে কর্মীদের।

Next Article