Mamata Banerjee: স্পেন যেন চেনা শহর, শাড়ি-চটিতেই জগিং মুখ্যমন্ত্রীর, সুর তুললেন অ্যাকোর্ডিয়নে

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Sep 14, 2023 | 7:28 PM

CM Mamata Banerjee: মাদ্রিদের রাস্তায় বাদ্যযন্ত্র বাজাতেও দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেই ভিডিয়োও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ওই ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, মাদ্রিদের একটি পার্কে পিয়ানোর মতো এক বিশেষ বাদ্যযন্ত্র বাজাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata Banerjee: স্পেন যেন চেনা শহর, শাড়ি-চটিতেই জগিং মুখ্যমন্ত্রীর, সুর তুললেন অ্যাকোর্ডিয়নে
স্পেনের রাস্তায় জগিং করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Image Credit source: Instagram

Follow Us

মাদ্রিদ: ফিট থাকুন, সুস্থ থাকুন! স্পেনে গিয়েও এমনই বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শাড়ি, চটি পরে কলকাতা থেকে গোটা বাংলা দাপিয়ে বেড়ান। এবার বিদেশের মাটিতেও সেই একই চেনা ছন্দে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতাকে (Mamata Banerjee)। শাড়ি ও চটি পরেই স্পেনের (Spain) রাজধানী মাদ্রিদের রাস্তায় জগিং করলেন তিনি। তার ভিডিয়ো নিজের ইনস্টাগ্রামে পোস্টও করেছেন মুখ্যমন্ত্রী। যা বর্তমানে ভাইরাল।

ভাইরাল ইনস্টাগ্রাম পোস্টে দেখা যাচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাদা শাড়ি, সাদা চটি ও হাতে স্মার্ট ঘড়ি পরে মাদ্রিদের রাস্তায় জগিং করছেন। তবে মুখ্যমন্ত্রী একা নন, তাঁর সফরসঙ্গীদেরও স্পেনের রাস্তায় জগিং করতে দেখা গিয়েছে।

শরীরচর্চার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী এই ভিডিয়োটির শিরোনামে লিখেছেন, “ফুরফুরে সকাল। জগিং আপনাকে আগামী দিনের জন্য উজ্জীবিত করতে পারে। ফিট থাকুন, সুস্থ থাকুন সবাই!

কোনও সফরে গিয়ে মুখ্যমন্ত্রীর জগিং করা অবশ্য নতুন কিছু নয়। এর আগে দার্জিলিং সফরের সময় পাহাড়ি রাস্তায় জগিং করতে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এছাড়া তিনি প্রতিদিন ট্রেডমিলে হাঁটেন।

মাদ্রিদের রাস্তায় কেবল জগিং করা নয়, বাদ্যযন্ত্র বাজাতেও দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেই ভিডিয়োও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, মাদ্রিদের একটি পার্কে পিয়ানোর মতো এক বিশেষ বাদ্যযন্ত্র, অ্যাকোর্ডিয়ন বাজাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই বাদ্যযন্ত্রে ‘আমরা করব জয়’ গানটির সুর তোলেন মুখ্যমন্ত্রী। তারপর ওই পার্কে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “সঙ্গীত চিরকালের জন্য; আপনার বেড়ে ওঠা থেকে পরিপক্ক হওয়ার সঙ্গে সঙ্গীত থাকা উচিত।”

প্রসঙ্গত, গত মঙ্গলবার ১২ দিনের স্পেন ও দুবাই সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় লগ্নি নিয়ে আসাই তাঁর অন্যতম লক্ষ্য। এদিন জনপ্রিয় স্প্যানিশ ফুটবল লিগ, লা লিগা-র প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।

Next Article