Russia-Ukraine War: যুদ্ধের প্রভাব যৌনতায়, হু হু করে বাড়ছে কন্ডোমের বিক্রি!

Russia-Ukraine Conflict: জানা গিয়েছে, রাশিয়াতে হঠাৎ করেই কন্ডোমের চাহিদা বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞদের মতে, পশ্চিমী নিষেধাজ্ঞার ফলে সেদেশের সাধারণ মানুষ মনে করছেন যে আগামী দিনে কন্ডোমের দাম বাড়তে পারে।

Russia-Ukraine War: যুদ্ধের প্রভাব যৌনতায়, হু হু করে বাড়ছে কন্ডোমের বিক্রি!
ছবি- প্রতীকী চিত্র

| Edited By: অরিজিৎ দে

Mar 22, 2022 | 1:26 PM

মস্কো: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (Russia-Ukraine War) থামার কোনও লক্ষণ নেই। প্রায় একমাসের বেশি সময় ধরে দুই দেশের মধ্য লড়াই চলছে। রাশিয়ার প্রতিবেশি দেশ ইউক্রেন, আমেরিকার নেতৃত্বাধীন ন্যাটোর সদস্য হতে চাওয়ার ফলে আক্রমণের সিদ্ধান্ত নিয়েছিল রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। সামরিক শক্তিতে অনেক পিছিয়ে থাকা ইউক্রেনের প্রতি রাশিয়ার এই আগ্রাসন মোটেও ভাল চোখে নেয়নি আন্তর্জাতিক মহল। মূলত পশ্চিমী দেশগুলি রাশিয়ার এই আগ্রাসী নীতির প্রতিবাদে জোরলভাবে সরব হয়েছিল। রাশিয়ার ওপর অসংখ্য কূটনৈতিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপান হয়েছিল। এমনকী আন্তর্জাতিক লেনদেনে অপরিহার্য সুইফ্টও রাশিয়ার হাত থেকে কেড়ে নেওয়া হয়। তবে সাধারণ নাগরিকদের যৌন জীবনেও যুদ্ধের যে এমন প্রভাব পড়বে, তা কল্পনাও করতে পারেননি তাবড় যুদ্ধ বিশেষজ্ঞরা।

জানা গিয়েছে, রাশিয়াতে হঠাৎ করেই কন্ডোমের চাহিদা বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞদের মতে, পশ্চিমী নিষেধাজ্ঞার ফলে সেদেশের সাধারণ মানুষ মনে করছেন যে আগামী দিনে কন্ডোমের দাম বাড়তে পারে। এমনকী দেশে কন্ডোমের সঙ্কটও দেখা দিতে পারে বলেই মনে করছেন অনেকে। রাশিয়ার সবথেকে বড় কন্ডোম বিক্রেতা সংস্থা ওয়াইল্ডবেরিস জানিয়েছে, মার্চ মাসের প্রথম দু’সপ্তাহেই তাদের বিক্রি প্রায় ১৭০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। জানা গিয়েছে, পুতিনের দেশে যুদ্ধকালে কন্ডোমের বিক্রি প্রায় ২৬ শতাংশ বেড়েছে। রাশিয়ান সুপার মার্কেট গুলিতে কন্ডোমের বিক্রি ৩০ শতাংশ বেড়েছে বলেই জানিয়েছে ‘মেট্রো’। ব্রিটেনের কন্ডোম নির্মাতা সংস্থা ডিউরেক্স বেশ কিছুদিন রাশিয়াতে ব্যবসা শুরু করেছে। তবে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিন্দা করলেও তারা সেদেশে ব্যবসাা বন্ধ করেনি।

যুদ্ধ শুরু হওয়ার ফলে রাশিয়াতে গর্ভনিরোধক পিল ও অন্যান্য পণ্যের দাম বেড়েছে, কারণ পশ্চিমী দেশগুলি রাশিয়ার ওপর আর্থিক নিষেধাজ্ঞা চাপিয়েছে। বিভিন্ন ব্র্যান্ড অনুযায়ী কন্ডোমের দাম ৫০ শতাংশ বেড়েছে বলেই খবর। কন্ডোম প্রস্তুতকারক সংস্থা গুলির ওপর দাম বাড়ানোর জন্য চাপ রয়েছে, কারণ আন্তর্জাতিক বাজারে রাশিয়ান মুদ্রা রুবেলের দামে পতন হওয়ার কারণে সরকার সংস্থাগুলির ওপর চাপ বাড়িয়েছে বলেই মনে করা হচ্ছে। জানা গিয়েছে, রাশিয়াতে ১২, ১৮ ও ৩০ পিসের কন্ডোমের প্যাকেটের চাহিদা সবথেকে বেশি। তবে ভারত, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া এবং চিনের মতো দেশ, যেখানে সবথেকে বেশি কন্ডোম তৈরি হয়, তারা রাশিয়াতে কন্ডোমের রফতানি বন্ধ করেনি।

আরও পড়ুন Russia-Ukraine War: আপনি আচরি ধর্ম অপরে শিখাও! ইউক্রেন ইস্যুতে ভারতের অবস্থান ‘না পসন্দ’ আমেরিকার