সস্তার ফাইজার ছেড়ে কেন ভারতের কোভ্যাক্সিন কিনল ব্রাজিল? চাপ বাড়ছে প্রেসিডেন্টের

তন্নিষ্ঠা ভাণ্ডারী | Edited By: ঋদ্ধীশ দত্ত

Jun 26, 2021 | 11:43 PM

Covaxin Controversy in Brazil: ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারোর (Bolsonaro) সঙ্গে দেখা করে কোভ্যাক্সিনের (Covaxin) চুক্তি নিয়ে আগেই সতর্ক করেছিলেন লুই মিরাণ্ডা। কিন্তু প্রেসিডেন্ট তাতে কান দেননি বলেই অভিযোগ।

সস্তার ফাইজার ছেড়ে কেন ভারতের কোভ্যাক্সিন কিনল ব্রাজিল? চাপ বাড়ছে প্রেসিডেন্টের
ফাইল চিত্র।

Follow Us

রিও ডে জেনিরো: ৩২৩ মিলিয়ন ডলার বা ১৬০০ কোটি টাকার চুক্তি হয়েছে ব্রাজিল ও ভারত বায়োটেকের। ফাইজার ভ্যাকসিনের দাম অনেক কম হওয়া সত্ত্বেও কেন ভারত থেকে কোভ্যাক্সিন কেনা হল, তা নিয়েই প্রশ্ন উঠেছে। ভারত বায়োটেকের কোভ্যাক্সিন বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পায়নি। তৃতীয় পর্যায়ের ট্রায়ালের রিপোর্টও হাতে এসেছে কয়েকদিন আগেই। তা সত্ত্বেও এরকম একটি ভ্যাকসিনকে কেন বেছে নিল ব্রাজিল, তা নিয়েই উঠেছে প্রশ্ন। তৈরি হয়েছে বিশেষ তদন্ত কমিটিও। সেই কমিটির তরফ থেকে অভিযোগ শোনা হয় শুক্রবার। বুলেট প্রুফ ভেস্ট করে সেনেটে যান কংগ্রেসম্যান লুই মিরান্ডা। এই চুক্তি নিয়ে তিনিই প্রথম প্রশ্ন তুলেছিলেন।

কংগ্রেসম্যান লুই মিরান্ডা ও তাঁর ভাই লিই রিকার্ডোই প্রথম ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রকের বিরুদ্ধে এই অভিযোগ তোলেন। ভারত বায়োটেকের সঙ্গে চুক্তি নিয়ে সন্দেহ প্রকাশ করেন তাঁরা। প্রেসিডেন্ট বলসোনারোকে এই চুক্তির ব্যাখ্যা দিতে গিয়ে চাপের মুখে পড়তে হয়েছে। শুক্রবার তিনি দাবি করেছেন, ভারতীয় সংস্থার সঙ্গে হওয়া এই চুক্তিতে কোনও গলদ নেই। বেশি দাম দিয়ে কোভ্যাক্সিন কেনার অভিযোগও উড়িয়ে দিয়েছেন তিনি।

বলসোনারো বলেন, ‘আমি দুর্নীতি-মুক্ত।’ বিরোধিরা তাঁর সরকারকে কালিমালিপ্ত করতে চাইছে বলেও উল্লেখ করেছেন তিনি। এই চুক্তির বিরুদ্ধে অভিযোগ আনার জন্য লুই মিরান্ডার সুরক্ষার যাতে কোনও অভাব না হয়, তা নিশ্চিত করার দাবি জানিয়েছে সে দেশের সংসদীয় কমিটি। সেই সঙ্গে ব্রাজিলিয়ান সংস্থা প্রেসিসা মেডিক্যামেন্টোসের নিরাপত্তার দাবিও উঠেছে। ওই সংস্থা ভারত বায়োটেক ও ব্রাজিল সরকারের মধ্যে মধ্যস্থতার কাজ করেছিল। কেন চটজলদি ভারতীয় সংস্থার সঙ্গে ওই চুক্তি হল, তা নিয়ে তদন্ত করছে ওই কমিটি। পাশাপাশি লক্ষাধিক মানুষের মৃত্যুতে ব্রাজিল সরকারকেও দায়ী করেছে বিরোধীরা।

আরও পড়ুন: ‘দেবাঞ্জনের সঙ্গে জড়িত মিমির সহকারী’, নাম প্রকাশ্যে আনুন, হুঙ্কার শতরূপের

ভারত থেকে ২০ লক্ষ কোভিশিল্ড ভ্যাকসিন যায় ব্রাজিলে। বিশেষ বিমানে সেই ভ্যাকসিন পাঠানো হয়। ভ্যাকসিন পেয়েই ভারতকে ধন্যবাদ জানান ব্রাজিলের প্রেসিডেন্ট। অভিনব কায়দায় ট্যুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছিলেন বলসনারো।

Next Article