বেজিং: চিনে সংক্রমণ যে আবার বাড়ছে সে খবর ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে আশপাশের দেশগুলিতে। বিভিন্ন সূত্র যে তথ্য আসছে, সোশ্যাল মিডিয়ায় যে সব ছবি দেখা যাচ্ছে, তাতে বেশ বোঝা যাচ্ছে চিনের সরকারি তথ্যের সঙ্গে সেখানকার বাস্তব পরিস্থিতির খুব একটা মিল নেই। সংক্রমণ বা মৃত্যুর সঠিক খবর চিন দিচ্ছে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি চিনের এক সমাজকর্মী জেনিফার ঝেং চিনের একটি মর্গের ভিডিয়ো ফুটেজ প্রকাশ করেছেন, যে ছবি দেখলে যে কোনও দেশেরই বুকে ভয় ধরবে। দেখা যাচ্ছে, সারসার মৃতদেহ পড়ে রয়েছে মর্গে। জেনিফারের দাবি, গত দুদিনেই এই সব দেহ এসেছে হাসপাতালে। করোনা সংক্রমণের জেরেই এই পরিস্থিতি বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
শুধু এই একটাই ফুটেজ নয়, কয়েকদিনে বেশ কিছু ছবি ও ভিডিয়ো নিজের টুইটার অ্যাকাউন্টে প্রকাশ করেছেন জেনিফার। একটি ভিডিয়োতে দেখিয়েছেন, কীভাবে হাসপাতালে ঠাঁই না পেয়ে রাস্তায় পড়ে রয়েছেন রোগীরা। তাঁর দাবি, চিন অনেক তথ্যই প্রকাশ করছে না। এমনকী কিছু না ঘোষণা করেই আচমকা বুলেটিন প্রকাশ করাও বন্ধ করে দিয়েছে চিন।
অপর একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, হাসপাতালে উপচে পড়া রোগীর ভিড়। বেশির ভাগ রোগীর নাকেই লাগানো অক্সিজেন, চিকিৎসায় ব্যস্ত চিকিৎসক ও নার্সেরা। দুজন রোগীর মাঝে জায়গা প্রায় নেই বললেই চলে। ফিগল ডিং নামে এক গবেষক দাবি করেছেন, চিনের অবস্থা এতটাই খারাপ, যার প্রভাব পড়তে পারে বিশ্বের বিভিন্ন দেশে। না শুধু সংক্রমণ ছড়িয়ে পড়ার কথা নয়, বিশ্বের অর্থনীতিতে প্রভাব প়ড়ার কথাও বলেছেন তিনি।
বিশ্লেষকদের দাবি, চিন সঠিক পরিস্থিতির ছবিটা বিশ্বের সামনে আনছে না, তার ফলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে পারে। হাসপাতাল বা মর্গে ভিড়ের ছবি যদি সত্যি হয়, তাহলে সংক্রমণ যে মাত্রা ছাড়া, তা বেশ বোঝা যাচ্ছে। উল্লেখ্য, সম্প্রতি চিন থেকে ভারতে আসা এক ব্যক্তির শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে, যা থেকে ভয় বাড়ছে আরও।