অসলো : ঘোষিত হল এ বছরের অর্থনীতিতে নোবেল জয়ীদের নাম। ২০২১ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন অর্থনীতিবিদ। ডেভিড কার্ড (David Card), জশুয়া ডি অ্যাংগ্রিস্ট (Joshua D Angrist) এবং গুইডো ডব্লিউ ইমবেনস (Guido W Imbens)। রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি এব সায়েন্সেসে তরফে সোমবার অর্থনীতিতে নোবেলের জন্য তিন বিশিষ্ট অর্থনীতিবিদের নাম ঘোষণা করেছে। অর্থনীতির ক্ষেত্রে ‘আনইনটেন্ডেড এক্সপেরিমেন্টস’ (Unintended Experiments)বা ‘ন্যাচরাল এক্সপেরিমেন্টস’ (Natural Experiments)সংক্রান্ত গবেষণার জন্য তাঁদের এই পুরস্কারের জন্য বেছে নেওয়া হয়েছে।
BREAKING NEWS:
The 2021 Sveriges Riksbank Prize in Economic Sciences in Memory of Alfred Nobel has been awarded with one half to David Card and the other half jointly to Joshua D. Angrist and Guido W. Imbens.#NobelPrize pic.twitter.com/nkMjWai4Gn— The Nobel Prize (@NobelPrize) October 11, 2021
ডেভিড কার্ড বার্কলেতে ক্যানিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। জশুয়া অ্যাংগ্রিস্ট মাসেচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির অধ্যাপক এবং গুউডো ইমবেনস স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। দা রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেসের তরফে জানানো হয়েছে, তিনজনই “অর্থনীতি সংক্রান্ত গবেষণামূলক কাজে পুরোপুরি নতুন আকার দিয়েছেন।”
2021 economic sciences laureates Joshua Angrist and Guido Imbens showed what conclusions about cause and effect can be drawn from natural experiments. The framework developed by them has been widely adopted by researchers who work with observational data.#NobelPrize
— The Nobel Prize (@NobelPrize) October 11, 2021
দা নোবেল প্রাইজ়ের টুইটার বলা হয়েছে, ২০২১ সালের অর্থনীতিতে নোবল বিজয়ী জশুয়া অ্যাংগ্রিস্ট এবং গুইডো ইমবেনস দেখিয়েছেন যে ন্যাচরাল এক্সপেরিমেন্টস থেকে কোনও গবেষণামূলক কাজের কারণ এবং প্রভাব সম্পর্কে কী সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। তাঁদের তৈরি এই কাঠামো ব্যাপকভাবে গৃহীত হয়েছে বিশ্বব্যাপী গবেষক মহলে।
The work of the 2021 economic sciences laureates has revolutionised empirical research in the social sciences and significantly improved the ability of the research community to answer questions of great importance to us all.#NobelPrize
— The Nobel Prize (@NobelPrize) October 11, 2021
জোশুয়া অ্যাংগ্রিস্ট এবং গুইডো ইমবেনসকে তাঁদের ‘কারণগত সম্পর্ক বিশ্লেষণে তাদের পদ্ধতিগত অবদানের জন্য’ অর্থনৈতিক বিজ্ঞানে ২০২১ সালের নোবেল পুরস্কারে ভূষিত হয়েছে। অন্যদিকে লেবার ইকনোমিক্স সংক্রান্ত গবেষণায় অসামান্য অবদানের জন্য বেছে নেওয়া হয়েছে ডেভিড কার্ডকে।
Using natural experiments, David Card – awarded the 2021 prize in economic sciences – has analysed the labour market effects of minimum wages, immigration and education.#NobelPrize
— The Nobel Prize (@NobelPrize) October 11, 2021