কলকাতা: ঝকঝকে ভ্য়াকসিনের ভায়াল। সবুজ স্টিকারে লেখা কোভিশিল্ড (Covishield), সাদা স্টিকারে ফাইজ়ার, কোভ্যাক্সিন। ভ্যাকসিনেশন ড্রাইভে জোর কদমে চলছে টিকাকরণ কর্মসূচি। তার দায়িত্বে কলকাতা ‘পুরসভার যুগ্ম কমিশনার।’ এর আগেও ভ্যাকসিনেশন ড্রাইভ করিয়েছেন বিভিন্ন জায়গায়। তবে, সবই যে ভুয়ো, তাঁর ক্যাম্পে সাংসদ মিমি চক্রবর্তী ভ্যাকসিন না নিলে হয়তো জানা যেত না। ভ্যাকসিন তো ভুয়োই পরে জানা গেল কমিশনার মানুষটাও ভুয়ো। বুঝতেই পারছেন, কার কথা বলা হচ্ছে। দেবাঞ্জন দেব। মুখ্যমন্ত্রীর কথায়, জঙ্গির থেকেও তিনি নাকি ভয়ঙ্কর।
এ তো গেল দেবাঞ্জনের কথা। কিন্তু এই জাল ভ্যাকসিন তৈরির ভাবনা শুধুই দেবাঞ্জনের প্রথম নয়। চিনেও এমন এক ‘দেবাঞ্জন’ রয়েছেন, যার কীর্তিকলাপ আরও উপরের দিকে। করোনা প্রথম ছড়িয়েছিল চিনে। এখন সিংহভাগ মানুষকে ভ্যাকসিন দিয়ে অনেকটাই নিরাপদ জিনপিংয়ের দেশ। কিন্তু এর মধ্যেও বড়সড় ভ্যাকসিন জালিয়াতি দেখা যায় সে দেশে। কং নামে এক চিনা ব্যাক্তি প্রায় ৫৮ হাজার ভুয়ো ভ্যাকসিন তৈরি করে বিদেশে পাচার করেছিল। দেবাঞ্জনের কায়দায় ভ্যাকসিনেশন ক্যাম্পও চালায় সে। এখন ধরা পড়ে শ্রীঘরে ঠাঁই হয়েছে তার।
কীভাবে জালিয়াতি করেছিল কং?
সংবাদ মাধ্যম মারফত জানা গিয়েছে, দেবাঞ্জনের মতো কং-ও স্যালাইন ও জল মিশিয়ে নিজের ভুয়ো ভ্যাকসিন তৈরি করেছিল। তারপর সেই ভ্যাকসিনে স্টিকার লাগিয়ে দেদার ভ্যাকসিনেশন ড্রাইভ চালায়। যাতে স্টিকারের নকশায় কোনও খামতি না থাকে, তার জন্য আসল ভ্যাকসিনও চুরি করেছিল সে। এরপর স্টিকার লাগিয়ে ৫৮ হাজার ভুয়ো ভ্যাকসিন তৈরি করে কং। সেই ভ্যাকসিন বেচে ভারতীয় মুদ্রায় ২০ কোটিরও বেশি টাকার মুনাফা করে কং। কংয়ের ভুয়ো ভ্যাকসিন পাড়ি দিয়েছিল হংকংয়েও।
চিনের সরকার কং-সহ এমন মোট ৭০ জনকে একই অপরাধে গ্রেফতার করেছে। কং ছিল চিনের ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের মাস্টারমাইন্ড। তার ভ্যাকসিন একাধিক হাসপাতালেও পৌঁছেছিল। আবার নিজের উদ্যোগে ভুয়ো চিকিৎসকদের মাধ্যমে ভ্যাকসিনেশন ড্রাইভ চালায়। চিন ছাড়াও মেক্সিকোতে এই ভুয়ো ভ্যাকসিন জালিয়াতি হয়েছে। সেখানে নুয়েভো লিওন রাজ্য থেকে পুলিশ ৬ জনকে গ্রেফতারও করেছে। অর্থাৎ দেবাঞ্জনের আগেও বিশ্বে ভুয়ো ভ্যাকসিন জালিয়াতির নজির রয়েছে। যদিও তাদের থেকে দেবাঞ্জন জালিয়াতি আরও রোমাঞ্চকর। ভ্যাকসিন ছাড়াও, ভুয়ো সরকারি পদ থেকে নীলবাতি গাড়ি, ব্যাঙ্ক জালিয়াতি, নেতা-মন্ত্রীদের চোখে ধুলো দেওয়া- কোনওটাই বাদ দেয়নি দেবাঞ্জন। তবে, কংয়ের মতো ভুয়ো ভ্য়াকসিন বিদেশে পাচার করেছে কিনা দেবাঞ্জন, সেটাই এখন দেখার!
আরও পড়ুন: মাধ্যমিকে ৭০ শতাংশ, উচ্চ মাধ্যমিকে সেকেন্ড ডিভিশন! কেমন রেজাল্ট করেছিল দেবাঞ্জন?