Donald Trump: ১০০ বছরেরও জেল হতে পারে ডোনাল্ড ট্রাম্পের! চার্জশিটে ভূরি ভূরি অভিযোগ

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jun 10, 2023 | 6:59 AM

Donald Trump: পাম বিচে সমুদ্র সৈকতের ধারে ট্রাম্পে মার-আ-লোগো নামে যে বাড়ি রয়েছে, সেখানেই দিনের পর দিন অসুরক্ষিত অবস্থায় পড়ে থেকেছে গুরুত্বপূর্ণ ফাইল।

Donald Trump: ১০০ বছরেরও জেল হতে পারে ডোনাল্ড ট্রাম্পের! চার্জশিটে ভূরি ভূরি অভিযোগ
ফাইল ছবি

Follow Us

ওয়াশিংটন: একটা-দুটো নয়, একাধিক অভিযোগে অভিযুক্ত প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার নিরাপত্তার সঙ্গে সম্পর্কযুক্ত গোপন নথি অসুরক্ষিতভাবে রাখার অভিযোগ উঠেছে ট্রাম্পের বিরুদ্ধে। আমেরিকার ইতিহাসে এই প্রথম কোনও প্রাক্তন প্রেসিডেন্ট ফেডারেল অভিযোগের মুখোমুখি হলেন। ট্রাম্প শতাধিক গোপন নথি নিজের কাছে অবৈধভাবে রেখেছিলেন বলে অভিযোগ উঠেছে। সামরিক পরিকল্পনা, পরমাণু বিষয়ক নথিও ছিল তাঁর কাছে। ৭টি অভিযোগের ভিত্তিতে মোট ৩৭ খানা অভিযোগ রয়েছে ট্রাম্পের বিরুদ্ধে। জানা যাচ্ছে, সবকটি অভিযোগে দোষী সাব্যস্ত হলে ট্রাম্পের ১০০ বছরেরও জেল হতে পারে।

অভিযোগ, পাম বিচে সমুদ্র সৈকতের ধারে ট্রাম্পে মার-আ-লোগো নামে যে বাড়ি রয়েছে, সেখানেই দিনের পর দিন অসুরক্ষিত অবস্থায় পড়ে থেকেছে গুরুত্বপূর্ণ ফাইল। সেই বাড়িতে রয়েছে ক্লাবও। চার্জশিটে উল্লেখ করা হয়েছে, ওই বাড়িতে বিভিন্ন অনুষ্ঠানে ১০ হাজার মানুষও আমন্ত্রিত থাকতেন। বাড়ির বলরুমেও নথি পড়ে থাকতে দেখা গিয়েছে বলে অভিযোগ।

আমেরিকার জাস্টিস ডিপার্টমেন্টের অভিযোগ, ২০২১ সালে যখন ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস ছাড়েন, তখন তিনি সঙ্গে নিয়ে যান পেন্টাগন, সিআইএ, জাতীয় সুরক্ষা সংস্থার বহু গোপন নথি। অভিযোগ উঠেছে, অন্তত ২ বার নিউ জার্সি গল্ফ ক্লাবে ট্রাম্প আমেরিকার সামরিক পরিকল্পনা সংক্রান্ত নথি দেখিয়েছেন অতিথিদের। সেই নথির মধ্যে ছিল, আমেরিকার অস্ত্রভাণ্ডার, আমেরিকার পরমাণু প্রকল্প, আমেরিকার সামরিক ক্ষমতা, শত্রুপক্ষকে জবাব দেওার কৌশল সংক্রান্ত বিষয়। এই ধরনের নথি সাধারণ মানুষকে দেখানোর ফলে আমেরিকার জাতীয় নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে, এমনটাই বলা হয়েছে চার্জশিটে। মিথ্য বিবৃতি, বিচারে বাধা দেওয়া, নথি গোপন করার মতো ৩৭টা অভিযোগ আনা হয়েছে ট্রাম্পের বিরুদ্ধে।

ডোনাল্ড ট্রাম্পের পাল্টা অভিযোগ, বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের পুরনো অফিস ও তাঁর ডেলাওয়ারের বাড়িতেও পাওয়া গিয়েছে এই ধরনের নথি। এমনকী গ্যারাজেও নথি পড়ে ছিল বলে অভিযোগ তুলছেন ট্রাম্প। উল্লেখ্য, ট্রাম্পের বিরুদ্ধে এইসব অভিযোগ প্রকাশ্যে আসার ঠিক আগেই হঠাৎ পদত্যাগ করেছেন তাঁর দুই আইনজীবী। কারণ হিসেবে তাঁরা বলেছেন, এটাই পদত্যাগ করার ‘যথার্থ সময়।’

Next Article