Donald Trump: শুল্ক বাড়িয়ে ৫০ শতাংশ করলেন ট্রাম্প, ‘অনায্য’ বলে জবাব ভারতের
Donald Trump: মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, ২৪ ঘণ্টার মধ্যে ভারতীয় পণ্যের উপর ‘উল্লেখযোগ্য’ ট্যারিফ বাড়াবেন। তাঁর বক্তব্য ছিল, বিশ্বের মধ্যে ভারতে আমেরিকার পণ্যের উপর ট্যারিফ সবচেয়ে বেশি।

নয়া দিল্লি: ভারতের উপর আরও বেশি শুল্ক চাপাল আমেরিকা। ২৫ শতাংশ থেকে একধাক্কায় বেড়ে শুল্কের পরিমাণ হল ৫০ শতাংশ। এরপরই কড়া প্রতিক্রিয়া দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। একটি বিবৃতি জারি করা হয়েছে। আমেরিকার এই সিদ্ধান্তকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছে নয়া দিল্লি।
বিদেশ মন্ত্রকের বক্তব্য, এটা একটা অনায্য এবং অপ্রয়োজনীয় সিদ্ধান্ত। ভারত নিজের স্বার্থরক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ করবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। সম্প্রতি ভারতের রাশিয়া থেকে তেল আমদানি করার বিষয়টিতে আমেরিকা নজর রাখছিল বলে দাবি বিদেশ মন্ত্রকের। তবে ভারতের বক্তব্য ও অবস্থা একেবারে স্পষ্ট। ভারতের ১৪০ কোটি মানুষের স্বার্থে ও জ্বালানি বিষয়ক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই এটা করা হয়েছে।
কিছুদিন আগেই ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছিল আমেরিকা। দিন কয়েক আগেই ভারত এক বিবৃতিতে উল্লেখ করেছিল যে শুধুমাত্র ভারত নয়, একাধিক দেশ রাশিয়া থেকে পণ্য আমদানি করে থাকে।
মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, ২৪ ঘণ্টার মধ্যে ভারতীয় পণ্যের উপর ‘উল্লেখযোগ্য’ ট্যারিফ বাড়াবেন। তাঁর বক্তব্য ছিল, বিশ্বের মধ্যে ভারতে আমেরিকার পণ্যের উপর ট্যারিফ সবচেয়ে বেশি।
সোমবারও ভারতীয় পণ্যে ট্যারিফ বাড়ানোর কথা বলেছিলেন ট্রাম্প। যুক্তি দিয়েছিলেন, ভারত রাশিয়ার থেকে তেল ও যুদ্ধের সরঞ্জাম কিনছে। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “ভারত রাশিয়ার কাছ থেকে শুধুমাত্র প্রচুর পরিমাণে তেল কিনছে না, এই তেল তারা খোলা বাজারে বিক্রি করে বিরাট মুনাফাও লাভ করছে। রাশিয়ার আগ্রাসনে ইউক্রেনে কত মানুষ মরল, তাতে তাদের কিছুই এসে যায় না। এই কারণে আমেরিকায় ভারতীয় পণ্যে ট্যারিফ বাড়াব।”
