AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Benjamin Netanyahu: খোদ নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা

Benjamin Netanyahu: সিজারিয়ার এই ড্রোন হামলার বিষয়ে, ইজরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও একটি বিবৃতি জারি করা হয়েছে। বলা হয়েছে যে বেঞ্জামিন নেতানিয়াহু এবং তাঁর স্ত্রী হামলার সময় তাঁদের সিজারিয়ার বাসভবনে ছিলেন না।

Benjamin Netanyahu: খোদ নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা
| Updated on: Oct 19, 2024 | 2:45 PM
Share

ইজরায়েল: এবার ড্রোন হামলা চলল খোদ ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে। হিজবুল্লা এই হামলা চালিয়েছে বলে জানা যাচ্ছে। ইজরায়েলের সিজারিয়া এলাকায় তিনটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে হিজবুল্লাহ। ওই এলাকায় বেঞ্জামিন নেতানিয়াহুর ব্যক্তিগত বাসভবন যে আসল লক্ষ্য ছিল, তেমনটাই মনে করা হচ্ছে।

হিজবুল্লার দুটি ড্রোন মাটিতে নামিয়েছে ইজরায়েল। একটি ড্রোন সিজারিয়ায় একটি ভবনে আঘাত করেছে। তবে এই হামলায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তথ্য বলছে, ইজরায়েলের সেনাবাহিনী দুটি ড্রোন গুলি করে নামিয়েছে।

সিজারিয়ার এই ড্রোন হামলার বিষয়ে, ইজরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও একটি বিবৃতি জারি করা হয়েছে। বলা হয়েছে যে বেঞ্জামিন নেতানিয়াহু এবং তাঁর স্ত্রী হামলার সময় তাঁদের সিজারিয়ার বাসভবনে ছিলেন না। হিজবুল্লার ড্রোন হামলাটি ছিল প্রধানমন্ত্রীর বাসভবনকে লক্ষ্য করে। এরপর হেলিকপ্টার থেকে ড্রোনটি নিশানা করে গুলি করে ইজরায়েলের সেনা।

গত ২৩ সেপ্টেম্বর থেকে লেবাননে হিজবুল্লার বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে। নাসরাল্লাহর উত্তরসূরি সাফিউদ্দিনকে হত্যা করা হয়েছে অক্টোবরের শুরুতেই। এরপর থেকে হিজবুল্লাও ইজরায়েলের ওপর হামলার জোর বাড়িয়েছে। গত ২৩ সেপ্টেম্বর থেকে চলতে থাকা হামলায় এখন পর্যন্ত প্রায় ২০০০ মানুষ নিহত হয়েছেন। ১২ লক্ষের বেশি মানুষ ঘরছাড়া।