Durga Puja 2022: নিজেরাই বানাচ্ছেন প্রতিমা, মণ্ডপ, এরলাঙ্গেনে দুর্গাপুজোর আয়োজনে ব্যস্ত প্রবাসী বাঙালিরা

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Oct 01, 2022 | 8:17 PM

Germany: পুজোতে দর্শনার্থীদের জন্য প্রসাদের ব্যবস্থাও করা হয়। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত দর্শনার্থীদের জন্য প্রসাদের ব্যবস্থা করেন এরলাঙ্গেনের দুর্গাভিল পুজোর উদ্যোক্তারা।

Durga Puja 2022: নিজেরাই বানাচ্ছেন প্রতিমা, মণ্ডপ, এরলাঙ্গেনে দুর্গাপুজোর আয়োজনে ব্যস্ত প্রবাসী বাঙালিরা
মণ্ডপসজ্জার কাজে ব্যস্ত পুজো উদ্যোক্তারা

Follow Us

এরলাঙ্গেন : দুর্গাপুজো বাঙালির সবথেকে বড় উৎসব। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে বাঙালি। প্রবাসে বসেও শারদীয়ার উৎসবে মেতে ওঠেন প্রবাসী বাঙালিরা। নিজেদের মতো করে শারদোৎসব পালন করেন তাঁরা। জার্মানির এরলাঙ্গেন শহরে প্রবাসী বাঙালিরা এখন দুর্গাপুজোর প্রস্তুতিতে ব্যস্ত। সেখানে থাকা তিন বাঙালি পরিবার এবং সেখানে পড়তে যাওয়া পড়ুয়ারা মিলে একটি দুর্গাপুজো করেন। সেই পুজোয় সাবেকি ধাঁচে তৈরি করা হয় দেবীর প্রতিমা। তবে সেই প্রতিমা ভারত থেকে নিয়ে যাওয়া হয় না। জার্মানিতেই তৈরি করা হয় প্রতিমা। রীতিমতো কাঠামো তৈরির করে তার উপর মাটি লেপে প্রতিমার রূপ দেন প্রবাসী বাঙালিরা। নিজেরাই মণ্ডপ সজ্জা করেন ওই তিন পরিবারের লোক এবং পড়ুয়ারা। এ বছর ওরিগ্যামির মাধ্যমে নিজেদের মণ্ডপ সাজাচ্ছেন তাঁরা।

সেই পুজোতে দর্শনার্থীদের জন্য প্রসাদের ব্যবস্থাও করা হয়। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত দর্শনার্থীদের জন্য প্রসাদের ব্যবস্থা করেন এরলাঙ্গেনের দুর্গাভিল পুজোর উদ্যোক্তারা। উদ্যোক্তারা জানিয়েছেন, এ বছর মায়ের ভোগে খিচুড়ি, লাবড়া, পোলাও, আলুর দম, লুচি, ছোলার জাল, চাটনি, পাঁপড় ও মিষ্টির ব্যবস্থা থাকবে। ঠাকুর দেখতে আসা সকলকেই খাওয়ানো হবে সেই ভোগ।

পুজোর পাশাপাশি এ সময় একটি ম্যাগাজিনও প্রকাশ করেন এরলাঙ্গেনের পুজো উদ্যোক্তারা। সেই ম্যাগাজিনের নাম শারদীয়া। তবে পুজো উদ্যোক্তারা একা ওই ম্যাগাজিন প্রকাশ করেন না। প্রবাসের বেশ কয়েকটি পুজো এবং কলকাতার একটি পুজো উদ্যোক্তাদের সঙ্গে মিলিত ভাবে সেই ম্যাগাজিন প্রকাশিত হয়। এরলাঙ্গেনের পুজো উদ্যোক্তারা ছাড়াও সেই তালিকায় রয়েছেন, বার্লিন দুর্গাপুজো, ডাসেলডর্ফ দুর্গাপুজো, লন্ডন শারদোৎসব, কানাডার মান্টিতোবার বিচিত্রা বাঙালি অ্যাসোসিয়েশন এবং কলকাতার জোড়াসাঁকোর দাঁ বাড়ি।

Next Article