অ্যামস্টারডাম: নেদারল্যান্ডসের ছোট্ট শহর ভিরে। বালিয়ারি ঘেরা এই সমুদ্র সৈকত, পর্যটকদের অত্যন্ত পছন্দের গন্তব্য। বিশেষ করে ‘ন্যুডিস্ট’ অর্থাৎ যাঁরা নগ্ন-যাপনে বিশ্বাসী এমন পর্যটকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় নেদারল্যান্ডসের এই ছোট্ট শহর। বালিয়ারির মাঝে নিভৃত সুখ খুঁজে পান তাঁরা। কিন্তু, সম্প্রতি এই নগ্ন-যাপনবাদীরা ভিরের সৈকত এবং বালিয়ারি এলাকায় যত্রতত্র যৌন মিলনে লিপ্ত হচ্ছেন বলে, স্থানীয়দের কাছ থেকে অভিযোগ বাড়ছিল। বৃহস্পতিবার, ভিরে পৌরসভার পক্ষ থেকে নগ্ন-যাপনবাদী পর্যটকদের সমুদ্র সৈকতে এবং বালিয়ারিতে টিলায় যৌন মিলন বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
পৌরসভার পক্ষ থেকে সমুদ্র সৈকতে একটি সংশোধিত বোর্ড বসানো হয়েছে। ওই বোর্ডে সৈকত ব্যবহারের নিয়মাবলী লেখা থাকে। নয়া বোর্ডে বলা হয়েছে, টিলাগুলিতে যাওয়া আইনত নিষিদ্ধ। প্রকাশ্যে যৌন মিলনও নিষিদ্ধ। সেই সঙ্গে বলা হয়েছে, বালিয়ারিতে, সংরক্ষণ প্রকৃতি এবং সৈকতে যৌন মিলন বন্ধ করতে এবার থেকে বাড়তি নজরদারির ব্যবস্থা করা হচ্ছে। এই বিশেষ প্রচারের নাম দেওয়া হয়েছে, ‘প্রোজেক্ট ওরেঞ্জ জ়োন’। জানানো হয়েছে, কর্তৃপক্ষের কাছ থেকে আর কোনও সতর্কবার্তা দেওয়া হবে না। অবিলম্বে আইন প্রয়োগ করা হবে। যাতে সকলে নিয়মগুলি জানতে পারে, তার জন্য এই রকম আটটি নতুন বোর্ড লাগানো হয়েছে।
ভিরের মেয়র, ফ্রেডেরিক শোউয়েনার বলেছেন, “স্থানীয় সম্প্রদায়ের জন্য বলিয়ারিগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাকৃতিক পরিবেশের ক্ষতি করে এবং অন্যান্য ছুটির যাত্রীদের বিরক্ত করতে পারে, এমন অবাঞ্ছিত আচরণ অবশ্যই বন্ধ করা উচিত। জনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য এটি একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ।” তবে এর পিছনে রক্ষণশীল রাজনীতি আছে বলে দাবি করছেন স্থানীয়দের একাংশ। সম্প্রতি, ভির পৌরসভা নির্বাচনে রক্ষণশীল এসজিপি দল জয়ী হয়েছে। তারা এই নয়া প্রচারকে পূর্ণ সমর্থন জানিয়েছে। দলের মুখপাত্র বলেছেন, “আমাদের মেয়র কার্যকরী পদক্ষেপ নিচ্ছেন। আমরা এর অত্যন্ত প্রশংসা করি। এই বাড়াবাড়িগুলির বিরুদ্ধে লড়াই করা দরকার।”
জানা গিয়েছে, গত কয়েক মাসে পৌরসভা, জল বোর্ড এবং স্থানীয় প্রকৃতি সংস্থার কাছে ‘নগ্ন-যাপনবাদীদের যৌন প্রকাশ্য যৌন কার্যকলাপ’ সম্পর্কে অভিযোগের বন্যা বয়ে গিয়েছিল। এই সকল অভিযোগ শাসক দলের পক্ষ থেকেই করানো হয়েছে বলে দাবি বিরোধীদের। এই ভাবে ‘নগ্ন-যাপনবাদীদের’ বিরুদ্ধে নজরদারি চালুর পরিবেশ তৈরি করা হয়েছে। এরপর, হয়তো নগ্নতাও নিষিদ্ধ করা হবে।
তবে, স্থানীয় নগ্ন-যাপনবাদী সংস্থাগুলিও এই পদক্ষেপকে সমর্থন করেছে। তাদের মতে, নগ্ন সূর্যস্নানের থেকে যৌন কার্যকলাপকে দূরে রাখা গুরুত্বপূর্ণ। প্রকাশ্যে যৌনতা নগ্নতার উদযাপন নয়। যারা সত্যি সত্যি সূর্যস্নান করতে আসেন, অন্যদের মতোই তাদের কাছেও প্রকাশ্য যৌনতা বিরক্তিকর হতে পারে।