Elon Musk: টুইটার কিনে কি ‘গরিব’ হয়ে গেলেন ইলন মাস্ক? টেসলার প্রায় ৪০০ কোটি ডলারের শেয়ার বিক্রি করায় শুরু জল্পনা

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Nov 09, 2022 | 9:12 AM

Tesla Share: মঙ্গলবার মার্কিন সিকিউরিটির ফাইলিংয়ে বলা হয়েছে, ইলন মাস্ক টেসলার ১৯.৫ মিলিয়ন শেয়ার বিক্রি করে দিয়েছেন। এই শেয়ারের বাজারমূল্য ৩৯৫ কোটি।

Elon Musk: টুইটার কিনে কি গরিব হয়ে গেলেন ইলন মাস্ক? টেসলার প্রায় ৪০০ কোটি ডলারের শেয়ার বিক্রি করায় শুরু জল্পনা
চলতি বছরের এপ্রিল মাসেই ৪ হাজার ৪০০ কোটি টাকা দিয়ে টুইটার সংস্থাকে কিনে নেন টেসলা কর্তা ইলন মাস্ক। দীর্ঘ টালবাহানার পর অক্টোবর মাসে টুইটারের মালিকানা গ্রহণ করেন। আর তার কয়েকদিন পরই সংস্থায় ছাঁটাইয়ের ঘোষণা করেন তিনি।

Follow Us

সান ফ্রান্সিসকো: টুইটার (Twitter) কিনতে গিয়ে কি দেউলিয়া হয়ে যাচ্ছেন ইলন মাস্ক (Elon Musk)? নিজের বৈদ্যুতিক গাড়ির সংস্থা টেসলার (Tesla) বিপুল শেয়ার বিক্রি করে দেওয়ার পর এমন জল্পনাই শোনা যাচ্ছে। জানা গিয়েছে, টেসলার চিফ এগজেকিউটিভ অফিসার তথা টুইটারের নতুন মালিক ইলন মাস্ক টেসলার ১৯.৫ মিলিয়ন (১.৯৫ কোটি) শেয়ার বিক্রি করে দিয়েছেন। এই শেয়ারের মূল্য প্রায় ৪ বিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় যার অঙ্ক ৪০০ কোটিরও বেশি।

মঙ্গলবার মার্কিন সিকিউরিটির ফাইলিংয়ে বলা হয়েছে, ইলন মাস্ক টেসলার ১৯.৫ মিলিয়ন শেয়ার বিক্রি করে দিয়েছেন। এই শেয়ারের বাজারমূল্য ৩৯৫ কোটি। এই নিয়ে টেসলার মোট ২০ বিলিয়ন অর্থাৎ ২০০ কোটির স্টক বিক্রি করে দিলেন ইলন মাস্ক। এর আগে গত এপ্রিল ও অগস্ট মাসে তিনি মোট ১৫.৪ বিলিয়ন ডলারের (১৫৪ কোটি ডলার) শেয়ার বিক্রি করে দিয়েছিলেন মাস্ক। সেই সময় টেসলা কর্তা জানিয়েছিলেন, পরবর্তীতে আর শেয়ার বিক্রির পরিকল্পনা নেই। কিন্তু আচমকাই সেই সিদ্ধান্ত বদলে ফের টেসলার শেয়ার বিক্রি করে দেন ইলন মাস্ক।

চলতি বছরের এপ্রিল মাসেই ৪ হাজার ৪০০ কোটি ডলার দিয়ে টুইটার সংস্থাকে কিনে নিয়েছিলেন ইলন মাস্ক। কিন্তু সংস্থার অধিগ্রহণ নিয়ে টালবাহানা-বিরোধ শুরু হয়। আদালত অবধিও গড়ায় মামলা। শেষে গত অক্টোবরেই টুইটারের মালিকানা গ্রহণ করেন ইলন মাস্ক। মালিকানা গ্রহণের পর থেকেই টুইটারে একের পর এক বড় পরিবর্তন আনছেন ইলন মাস্ক। সম্প্রতিই তিনি টুইটারের ৫০ শতাংশ কর্মী ছাঁটাই করেন। এছাড়া টুইটারের ব্লু টিক বা অ্যাকাউন্ট অথেনটিকেশনের জন্য প্রতি মাসে ৮ ডলার চার্জ নেওয়াও শুরু হয়েছে সম্প্রতিই। বর্তমানে আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ডের আইওএস ব্যবহারকারীদের কাছে ইতিমধ্যেই এই নতুন নিয়ম সংক্রান্ত আপডেট এসে গিয়েছে। চলতি মাসে বা ডিসেম্বরের মধ্যেই ভারতেও একই নিয়ম কার্যকর হবে বলে জানা গিয়েছে। তবে ভারতেও টুইটার ব্যবহারকারীদের ব্লু টিক বা অ্যাকাউন্ট অথেনটিকেশনের জন্য ৮ ডলায়, ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ৬৬০ টাকা, তা দিতে হবে কি না, তা এখনও জানা যায়নি।

Next Article