International Labour Organization: ‘কাজ হারাতে চলেছেন ২১ কোটি, বিপুল হারে বেকারত্ব বাড়বে ২০২৩-এ’

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Jan 16, 2023 | 10:24 PM

International Labour Organization: কর্মসংস্থানের ক্ষেত্রে ২০২৩ সালটা অত্যন্ত খারাপ হতে চলেছে। প্রায় ২১ কোটি মানুষ কাজ হারাতে চলেছেন। আন্তর্জাতিক শ্রম সংস্থার পূর্বাভাসে এমনই পূর্বাভাস দেওয়া হয়েছে।

International Labour Organization: কাজ হারাতে চলেছেন ২১ কোটি, বিপুল হারে বেকারত্ব বাড়বে ২০২৩-এ
প্রতীকী ছবি

Follow Us

জেনেভা: কর্মসংস্থানের ক্ষেত্রে ২০২৩ সালটা অত্যন্ত খারাপ হতে চলেছে। রাষ্ট্রসঙ্ঘের সর্বশেষ প্রতিবেদনে এমনই ইঙ্গিত দেওয়া হয়েছে। আন্তর্জাতিক শ্রম সংস্থা বা আইএলও (ILO)-র পূর্বাভাস অনুযায়ী চলতি বছরে বেকারত্বের হার ব্যাপকভাবে বৃদ্ধি পেতে চলেছে। আইএলও তার প্রতিবেদনে বলেছে, ইউক্রেনের যুদ্ধের ফলে বিশ্ব-অর্থনীতির পতন, উচ্চ হারে মূল্ বৃদ্ধি এবং বিভিন্ন দেশের কঠোর মুদ্রানীতির কারণে এই বছর কর্মসংস্থানের বৃদ্ধি ১ শতাংশে নেমে আসতে পারে। উল্লেখ্য এর আগে আইএলও-র রিপোর্টেই ২০২৩ সালে কর্মসংস্থান বৃদ্ধির হার ১.৫ শতাংশ হবে বলে অনুমান করা হয়েছিল। সর্বশেষ রিপোর্টে বৃদ্ধির পূর্বাভাস তার থেকেও কম।

আইএলও-র রিপোর্টে বলা হয়েছে, ২০২৩ সালে বিশ্বে বেকারের সংখ্যা ৩০ লক্ষ বৃদ্ধি পাবে। সব মিলিয়ে বিশ্ব জুড়ে বেকারের সংখ্যা দাঁড়াবে ২০.৮ কোটি। অর্থাৎ, চলতি বছরে বেকারত্বের হার বাড়তে চলেছে ৫.৮ শতাংশ। আইএলও-র গবেষণা বিভাগের ডিরেক্টর রিচার্ড সাম্যান্স বলেছেন, “বিশ্বব্যাপী কর্মসংস্থান বৃদ্ধির গতির মন্থর হতে চলেছে। কারণ, কোভিড -১৯ সঙ্কটের সময় কর্মসংস্থানের যে ক্ষতি হয়েছিল, ২০২৫ সালের আগে সেই ক্ষতি পূরণ করা যাবে, এমনটা আমরা আশা করি না।”

আইএলও রিপোর্টে আরও বলা হয়েছে যে ন্যূনতম আয়ের তুলনায় অনেক দ্রুত গতিতে বাড়ছে জিনিসপত্রের দাম। এর ফলে জীবনযাত্রার ব্যয় সম্পর্কিত একটি সংকট তৈরি হতে চলেছে। এই সঙ্কট আরও বেশি সংখ্যক মানুষকে দারিদ্র্যের দিকে ঠেলে দেবে। বৈশ্বিক অর্থনীতির বৃদ্ধির গতি মন্থর হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। আইএলও-র ডিরেক্টর গিলবার্ট হাউংবো বলেছেন, গোটা বিশ্বে, বিশেষ করে নিম্ন ও মধ্য আয়ের দেশগুলি বিচ্ছিন্নভাবে কোভিড মহামারির ক্ষতিপূরণ করতে পেরেছে। জলবায়ু পরিবর্তন এবং মানব-সৃষ্ট বিভিন্ন চ্যালেঞ্জের কারণে এই পুনরুদ্ধারের প্রক্রিয়া আরও বাধা পেয়েছে।

আইএলও আরও বলেছে, বর্তমান অর্থনৈতিক মন্দার অর্থ হল, বহু মানুষকে তার যোগ্যতার থেকে কম মানের কাজ করতে হবে। অল্প বেতনে অপর্যাপ্ত সময়ের কাজে যোগ দিতে হবে। আর সবথেকে বেশি চ্যালেঞ্জের মুখে পড়বে ১৫ থেকে ২৪ বছর বয়স গোষ্ঠীর ব্যক্তিরা। তাদের পক্ষে উপযুক্ত কর্মসংস্থান খুঁজে পাওয়া এবং সেই কাজ ধরে রাখা গুরুতর সমস্যা হয়ে উঠতে পারে। তবে, এরপরও শিক্ষা ও প্রশিক্ষণ ক্ষেত্রে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়েছে আইএলও। তারা জানিয়েছে, বর্তমানে বিশ্বে যুব শ্রমশক্তির দুই-তৃতীয়াংশই মৌলিক দক্ষতাহীন। এর ফলে তাদের কাজের সম্ভাবনা সীমিত হয়ে গিয়েছে। নিম্নমানের কাজ করে জীবন ধারণ করতে হচ্ছে তাদের।

Next Article