AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Israel Iran Conflict: মার্কিন হামলার পর অবশেষে মুখ খুললেন খামেনেই! বাঙ্কার থেকে কী বার্তা সুপ্রিম লিডারের?

Israel Iran Conflict: এরই মাঝে রবিবার ভোরে ইরানের তিন পরমাণুকেন্দ্র ফরডো, নাতানজ ও ইশফাহানে ভয়াবহ হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তাদের সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমান বি-২ স্পিরিট পাঠিয়ে বাঙ্কার ব্লাস্টার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ট্রাম্পের সেনা।

Israel Iran Conflict: মার্কিন হামলার পর অবশেষে মুখ খুললেন খামেনেই! বাঙ্কার থেকে কী বার্তা সুপ্রিম লিডারের?
সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনেইImage Credit: Getty Image
| Updated on: Jun 23, 2025 | 10:56 AM
Share

তেহরান: আমেরিকার হামলা নিয়ে অবশেষে মুখ খুললেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই। ইজরায়েল হামলা শুরু করতেই প্রাণ রক্ষায় গা ঢাকা দিয়েছেন তিনি। আপাতত খামেনেই যে কোথায় রয়েছেন, সেই বিষয়ে একমাত্র তথ্য রয়েছে, তাঁর বিশ্বস্তদের কাছে। মূলত, ইজরায়েল থেকে আসা প্রাণনাশের হুঁশিয়ারির পরে আত্মগোপন হয়েছেন তিনি।

এরই মাঝে রবিবার ভোরে ইরানের তিন পরমাণুকেন্দ্র ফরডো, নাতানজ ও ইশফাহানে ভয়াবহ হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তাদের সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমান বি-২ স্পিরিট পাঠিয়ে বাঙ্কার ব্লাস্টার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ট্রাম্পের সেনা। আর তারপর থেকে পারদ চড়েছে বিশ্ব রাজনীতির। ইজরায়েল ইরান সংঘাতে আমেরিকার ‘এন্ট্রি’ মোটেই সহজ ভাবে দেখছে না পশ্চিমী বিরোধী শক্তিগুলি। ক্ষেপেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনেইও।

রবিবারের হামলার পর অবশেষে মুখ খুলেছেন খামেনেই। একটি ভিডিয়ো বার্তা প্রকাশ করে আমেরিকাকে ‘শাস্তি’ দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তাঁর কথায়, ‘ইহুদি সমর্থিত শত্রুরা বড় ভুল করে ফেলেছে, ওরা বিরাট অপরাধ করেছে। যার শাস্তি ওদের পেতেই হবে।’

উল্লেখ্য, আমেরিকার হামলার পরে ইজরায়েলের রাজধানী তেল আভিভে প্রত্যাঘাত চালায় ইরান। সোমবারে আবার ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরগছি পৌঁছে গিয়েছেন রাশিয়ায়। সেখানে সম্ভবত রুশ প্রেসিডেন্টের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে বসতে পারেন তিনি। আমেরিকার হামলার পরেই যে একজোট হচ্ছে বিশ্বের বিরোধী শক্তিগুলি, এমনটাই দাবি ওয়াকিবহাল মহলের।