Ivana Trump: বাড়ির সামনে রাস্তায় পড়ে অচেতন অবস্থায়! চলে গেলেন ডোনাল্ড ট্রাম্পের প্রথম বউ ইভানা

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Jul 15, 2022 | 6:26 PM

বৃহস্পতিবার (১৪ জুলাই) প্রয়াণ ঘটলপ্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম স্ত্রী ইভানা ট্রাম্পের। বয়স হয়েছিল ৭৩ বছর। তাঁকে তাঁর নিউইয়র্ক সিটির বাড়ির এক সিঁড়ির কাছে অচেতন অবস্থায় পাওয়া যায়।

Ivana Trump: বাড়ির সামনে রাস্তায় পড়ে অচেতন অবস্থায়! চলে গেলেন ডোনাল্ড ট্রাম্পের প্রথম বউ ইভানা
প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম স্ত্রী ইভানা ট্রাম্প

Follow Us

ওয়াশিংটন:  স্ত্রী-হারা হলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (১৪ জুলাই) মৃত্যু হয়েছে তাঁর প্রথম স্ত্রী ইভানা ট্রাম্প। বয়স হয়েছিল ৭৩ বছর। অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদন অনুযায়ী, পুলিশ মনে করছে তাঁর মৃত্যুর কারণ দুর্ঘটনাজনিত হতে পারে। কারণ তাঁকে তাঁর নিউইয়র্ক সিটির বাড়ির এক সিঁড়ির কাছে অচেতন অবস্থায় পাওয়া গিয়েছে বলে জানিয়েছে পুলিশ। স্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ট্রাম্প। তাঁর পরিবাবের পক্ষ থেকেও আলাদাভাবে শোক প্রকাশ করা হয়েছে।

বর্তমানে চেক প্রজাতন্ত্রে জন্মগ্রহণ করেছিলেন ইভানা ট্রাম্প। সেই সময় তাঁর দেশ সোভিয়েত রাশিয়ার অন্তর্গত ছিল। ছোটবেলা থেকেই তিনি ভাল স্কি করতেন। সেই স্কি করার দৌলতেই তিনি দেশ ছেড়ে প্রথমে কানাডা এবং পরে আমেরিকায় পাড়ি দিয়েছিলেন।

১৯৭৭ সালে তিনি প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে বিবাহ করেছিলেন। ১৯৮০-৯০ এ ডোনাল্ড এবং ইভানাকে নিউইয়র্কের কেউকেটাদের অন্যতম ছিলেন। ১৫ বছর পরে দাম্পত্যের পর ১৯৯২ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছিল। যা নিয়ে প্রচুর হইচই হয়েছিল। তার আগে ক্যাসিনো ট্রাম্প ব্যবসায়িক সাম্রাজ্যের বহু গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব সামলেছিলেন তিনি। বিচ্ছেদের পর, ইভানা নিজের সৌন্দর্য পণ্য, পোশাক এবং গহনার ব্র্যান্ড চালু করেন। ডোনাল্ড ও ইভানার তিন সন্তান রয়েছে – ডোনাল্ড জুনিয়র, ইভাঙ্কা এবং এরিক ট্রাম্প।

ডোনাল্ড এবং ইভান ট্রাম্প

সোশ্যাল মিডিয়ায় ডোনাল্ড ট্রাম্প ইভানার স্মৃতিচারণ করে লিখেছেন, ‘ও একজন বিস্ময়কর, সুন্দর এবং আশ্চর্যজনক মহিলা ছিল। ও একটা দুর্দান্ত এবং অনুপ্রেরণাদায়ক জীবনযাপন করেছে।’ মেয়ে ইভাঙ্কা ট্রাম্প ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছেন যে মায়ের মৃত্যু সংবাদ পেয়ে তাঁর ‘হৃদয় ভেঙে গিয়েছে’। তিনি লিখেছেন, ‘মা ছিলেন উজ্জ্বল, মনোমুগ্ধকর, আবেগপ্রবণ এবং দারুণ মজার। প্রতিটি কাজকর্মে তিনি ছিলেন শক্তি, দৃঢ়তা এবং সংকল্পের প্রতিমূর্তি। তিনি জীবনকে পরিপূর্ণভাবে যাপন করেছিলেন – কখনো হাসতে যাননি এবং নাচের সুযোগ ছাড়েননি।’

এর বাইরে ইভানা ট্রাম্পের মৃত্যুতে, ট্রাম্প পরিবারের পক্ষ থেকেও সরকারিভাবে একটি বিবৃতি প্রশংসা করা হয়েছে। বলা হয়েছে, ‘ইভানা ট্রাম্প ছিলেন একজন ‘সারভাইভার’। তিনি কমিউনিজমের খপ্পর থেকে পালিয়ে এসে এই দেশকে আলিঙ্গন করে নিয়েছিলেন। তিনি তাঁর সন্তানদের দৃঢ়তা এবং কঠোরতা, সহানুভূতি এবং সংকল্পের পাঠ দিয়েছিলেন। আমাদের মা একজন অবিশ্বাস্য মহিলা ছিলেন। একজন শক্তিশালী ব্যবসায়ী, একজন বিশ্বমানের ক্রীড়াবিদ, একজন উজ্জ্বল সৌন্দর্য এবং একজন যত্নশীল মা এবং বন্ধু।’

Next Article