ঠেলার নাম বাবাজি! আবার ভারতের বন্ধু হতে চাইছে মলদ্বীপ? প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে সাক্ষাৎ বিদেশমন্ত্রীর

ঈপ্সা চ্যাটার্জী |

Aug 10, 2024 | 3:03 PM

India-Maldives Relation: তিনদিনের মলদ্বীপ সফরে গিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। শুক্রবারই মালে-তে পৌঁছন বিদেশমন্ত্রী। আগামিকাল, রবিবার এই সফর শেষ হবে। আজ, শনিবারই মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জুর সঙ্গে দেখা করেন বিদেশমন্ত্রী।

ঠেলার নাম বাবাজি! আবার ভারতের বন্ধু হতে চাইছে মলদ্বীপ? প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে সাক্ষাৎ বিদেশমন্ত্রীর
মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জুর সঙ্গে বিদেশমন্ত্রী জয়শঙ্কর।
Image Credit source: X

Follow Us

মালে: দীর্ঘ বিরোধের পর অবশেষে গলছে বরফ? ভারতের বিরুদ্ধে বিদ্বেষ কমছে মলদ্বীপের? অন্তত এমনটাই ইঙ্গিত মিলছে বিদেশমন্ত্রীর সফরে। আজ, শনিবার ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর দেখা করেন মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জুর সঙ্গে। জানা গিয়েছে, দুই নেতার মধ্যে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

তিনদিনের মলদ্বীপ সফরে গিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। শুক্রবারই মালে-তে পৌঁছন বিদেশমন্ত্রী। আগামিকাল, রবিবার এই সফর শেষ হবে। আজ, শনিবারই মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জুর সঙ্গে দেখা করেন বিদেশমন্ত্রী। সাক্ষাতের পর তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, “প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জুর সঙ্গে সাক্ষাৎ হল। প্রধানমন্ত্রী মোদীর শুভেচ্ছাবার্তা জানিয়েছি। দুই দেশের জনগণ ও সমগ্র অঞ্চলের উন্নতির জন্য ভারত ও মলদ্বীপের সম্পর্ক আরও মজবুত করতে আমরা অঙ্গীকারবদ্ধ।”

প্রসঙ্গত, চলতি বছরের শুরুতেই ভারত ও মলদ্বীপের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কে ফাটল ধরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাক্ষাদ্বীপ সফরে যাওয়ার পরই মলদ্বীপের তিনজন মন্ত্রী প্রধানমন্ত্রী ও ভারতকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন।এরপরই দুই দেশের সম্পর্ক তিক্ত হয়।

মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জুও চিনপন্থী হিসাবেই পরিচিত। তিনি ক্ষমতায় আসার আগে থেকেই ভারত বিরোধী প্রচার করেছেন। প্রেসিডেন্ট পদে বসতেই মলদ্বীপ থেকে ভারতীয় সেনা প্রত্যাহারের জোর দাবি জানান। সেই দাবি মতো সেনা প্রত্যাহার করে নেয় ভারত সরকারও।  এদিকে, দুই দেশের এই বিরোধের জেরেই ভারত থেকে ‘বয়কট মলদ্বীপ’-র ডাক দেওয়া হয়।

ভারতের এই বয়কটে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মলদ্বীপের পর্যটন শিল্প, যা দেশের অন্যতম উৎপাদনের রাস্তা।  আর্থিক ক্ষতির মুখে পড়েই এখন মলদ্বীপ ভারতের প্রতি সুর নরম করছে বলে ওয়াকিবহাল মহল সূত্রে খবর।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

 

Next Article