জেরুসালেম: বুধবার (১১ অক্টোবর), পঞ্চম দিনে পড়ল ইজরায়েল-হামাস যুদ্ধ। আর এদিন হামাস বাহিনীকে তারা জোর ধাক্কা দিয়েছে বলে দাবি করল ইজরায়েল প্রতিরক্ষা বাহিনী। এদিন, গাজা ভূখণ্ডের খান ইউনিস জেলার আল ফুরকান এলাকায় অন্তত ২০০টিরও বেশি ভবনে আকাশপথে হামলা চালিয়েছে ইজরায়েলি বাহিনী। প্রতিটিই হামাস যোদ্ধাদের কার্যালয় নয়তো বাড়ি বলে দাবি ইজরায়েলি বাহিনীর। আর এর মধ্যেই ছিল একটি বাড়ি, যেটি হামাসের সামরিক প্রধান, মহম্মদ দেইফের বাবার বাড়ি বলে জানা গিয়েছে। ইজরায়েলি বোমার আঘাতে দেইফের বাবা, ভাই ও সন্তান-সহ পরিবারের বেশ কয়েকজন সদস্য নিহত হয়েছেন বলে দাবি ইজরায়েলের। তবে, মহম্মদ দেইফের কোনও খোঁজ-খবর নেই। তিনি কোথায় আছেন, কেউ জানে না।
The house of the commander of the military wing of the Palestinian organization Hamas Al-Qassam Brigades, Mohammed Deif, was hit by IDF.
His father, brother (Medhat Al-Deif), children and other relatives were killed. There are still members of the family under the rubble.
The… pic.twitter.com/1toyf30LBc
— Clash Report (@clashreport) October 11, 2023
এমনিতেই অত্যন্ত রহস্যময় ব্যক্তিত্ব এই মহম্মদ দেইফ। প্রকাশ্যে তাঁকে দেখা যায় না। ভিডিয়ো বার্তা প্রকাশ করেন। সেগুলিতে হয় তাঁর মুখ ঢাকা থাকে, নাহলে তাঁর ছায়া দেখানো হয়। ২০০২ সাল থেকেই হামাসের সামরিক বিভাগের নেতা তিনি। দেইফকে হত্যা করার জন্য বেশ কয়েকবার চেষ্টা করেছে ইজরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদ। প্রতিবারই তিনি অল্পের জন্য রক্ষা পেয়েছেন। অথচ, চলাচলের জন্য তাঁকে হুইল-চেয়ারের উপর ভরসা করতে হয়।
🚨AGORA: A mídia palestina informou que o irmão, o sobrinho e a neta do Comandante Militar Supremo das Brigadas Al-Qassam, do Hamas, Mohammed Deif, foram mortos num ataque aéreo israelense à casa de seu pai, em Gaza. pic.twitter.com/ylekV3usil
— DIRETO DO MIOLO (@diretodomiolo) October 11, 2023