Mohammed Deif: ইজরায়েলি বোমা হামলায় গুঁড়িয়ে গেল হামাস কমান্ডারের বাড়ি, মৃত বাবা-ভাই-সন্তান

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Oct 11, 2023 | 3:31 PM

Mohammed Deif: গাজা ভূখণ্ডের খান ইউনিস জেলার আল ফুরকান এলাকায় অন্তত ২০০টিরও বেশি ভবনে আকাশপথে হামলা চালিয়েছে ইজরায়েলি বাহিনী। প্রতিটিই হামাস যোদ্ধাদের কার্যালয় নয়তো বাড়ি বলে দাবি ইজরায়েলি বাহিনীর। আর এর মধ্যেই ছিল একটি বাড়ি, যেটি হামাসের সামরিক প্রধান, মহম্মদ দেইফের বাবার বাড়ি বলে জানা গিয়েছে।

Mohammed Deif: ইজরায়েলি বোমা হামলায় গুঁড়িয়ে গেল হামাস কমান্ডারের বাড়ি, মৃত বাবা-ভাই-সন্তান
ইজরয়েলি হামলার পর ভূতের শহরে পরিণত হয়েছে গাজা
Image Credit source: AFP

Follow Us

জেরুসালেম: বুধবার (১১ অক্টোবর), পঞ্চম দিনে পড়ল ইজরায়েল-হামাস যুদ্ধ। আর এদিন হামাস বাহিনীকে তারা জোর ধাক্কা দিয়েছে বলে দাবি করল ইজরায়েল প্রতিরক্ষা বাহিনী। এদিন, গাজা ভূখণ্ডের খান ইউনিস জেলার আল ফুরকান এলাকায় অন্তত ২০০টিরও বেশি ভবনে আকাশপথে হামলা চালিয়েছে ইজরায়েলি বাহিনী। প্রতিটিই হামাস যোদ্ধাদের কার্যালয় নয়তো বাড়ি বলে দাবি ইজরায়েলি বাহিনীর। আর এর মধ্যেই ছিল একটি বাড়ি, যেটি হামাসের সামরিক প্রধান, মহম্মদ দেইফের বাবার বাড়ি বলে জানা গিয়েছে। ইজরায়েলি বোমার আঘাতে দেইফের বাবা, ভাই ও সন্তান-সহ পরিবারের বেশ কয়েকজন সদস্য নিহত হয়েছেন বলে দাবি ইজরায়েলের। তবে, মহম্মদ দেইফের কোনও খোঁজ-খবর নেই। তিনি কোথায় আছেন, কেউ জানে না।


এমনিতেই অত্যন্ত রহস্যময় ব্যক্তিত্ব এই মহম্মদ দেইফ। প্রকাশ্যে তাঁকে দেখা যায় না। ভিডিয়ো বার্তা প্রকাশ করেন। সেগুলিতে হয় তাঁর মুখ ঢাকা থাকে, নাহলে তাঁর ছায়া দেখানো হয়। ২০০২ সাল থেকেই হামাসের সামরিক বিভাগের নেতা তিনি। দেইফকে হত্যা করার জন্য বেশ কয়েকবার চেষ্টা করেছে ইজরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদ। প্রতিবারই তিনি অল্পের জন্য রক্ষা পেয়েছেন। অথচ, চলাচলের জন্য তাঁকে হুইল-চেয়ারের উপর ভরসা করতে হয়।

Next Article