ভারতে এসে পৌঁছল করোনা প্রতিষেধক ‘স্পুটনিক-ভি’, ট্রায়াল চলবে কানপুরে

সুমন মহাপাত্র |

Nov 18, 2020 | 2:04 PM

কানপুরের গণেশ শঙ্কর বিদ্যার্থী মেডিক্যাল কলেজে 'স্পুটনিক-ভি'র দ্বিতীয় ও তৃতীয় পর্বের ট্রায়াল হওয়ার কথা। মেডিক্যাল কলেজের এথিকস কমিটিও ট্রায়ালের অনুমতি দিয়েছে।

ভারতে এসে পৌঁছল করোনা প্রতিষেধক স্পুটনিক-ভি, ট্রায়াল চলবে কানপুরে
প্রতীকী চিত্র

Follow Us

TV9 বাংলা ডিজিটাল: প্রথম করোনা (COVID) প্রতিষেধক হিসাবে অনুমোদন পেয়েছিল রাশিয়ার ‘স্পুটনিক-ভি’। কিন্তু জরুরি অনুমোদন পেলেও ‘স্পুটনিক-ভি’র এখনও দ্বিতীয় ও তৃতীয় পর্বের ট্রায়াল বাকি। মস্কোর বিভিন্ন ক্লিনিকে চলছে রাশিয়ার ভ্যাকসিনের ট্রায়াল। এবার ভারতে এসে পৌঁছল রাশিয়ার করোনা প্রতিষেধক।

ভারতে রাশিয়ার ভ্যাকসিনের ট্রায়ালের তত্ত্বাবধানে আছে ডঃ রেড্ডি ল্যাবেরটরি। সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ী, ডঃ রেড্ডি সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন যে গত সপ্তাহেই দিল্লিতে এসে পৌঁছেছে ‘স্পুটনিক-ভি’। তবে ফেজ-২ ট্রায়াল এখনও শুরু হয়নি। -(মাইনাস)২০ ডিগ্রি থেকে -৭০ ডিগ্রি তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে প্রতিষেধকের। ভারতে ট্রায়ালের অনুমতি দিয়েছেন ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া। ট্রায়ালের আগে প্রত্যেক স্বেচ্ছাসেবকের শারীরিক পরীক্ষা করা হবে। উপযুক্ত মনে হলে তবেই প্রতিষেধকের ডোজ় দেওয়া হবে। প্রথম ডোজ় দেওয়ার ২১ দিন পরে পরবর্তী ডোজ় দেওয়া হবে।

কানপুরের গণেশ শঙ্কর বিদ্যার্থী মেডিক্যাল কলেজে ‘স্পুটনিক-ভি’র দ্বিতীয় ও তৃতীয় পর্বের ট্রায়াল হওয়ার কথা। মেডিক্যাল কলেজের এথিকস কমিটিও ট্রায়ালের অনুমতি দিয়েছে। ইতিমধ্যেই ‘স্পুটনিক-ভি’র ট্রায়ালের জন্য কানপুরে নাম জমা পড়েছে ১৮০ জন স্বেচ্ছাসেবকের। কানপুর গণেশ শঙ্কর বিদ্যার্থী মেডিক্য়াল কলেজের প্রিন্সিপাল আরবি কমল জানিয়েছেন, ট্রায়ালের দায়িত্বে থাকছেন সৌরভ আগরওয়াল। প্রথমে স্বেচ্ছাসেবকদের একটি ডোজ় দেওয়া হবে। তারপরে পরিস্থিতির উপর নির্ভর করবে পরবর্তী ডোজ়ের সম্ভাবনা।

আরও পড়ুন: ভারতের বিক্রমাদিত্য়, আমেরিকার নিমিৎজ, জাপানের ইজমুয়ো! চিনকে কড়া বার্তা দিচ্ছে মালাবার মহড়া

সেপ্টেম্বর মাসে চুক্তি হয়েছিল ভ্যাকসিন নির্মাতা রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড ও ডঃ রেড্ডি ল্যাবেরটরির মধ্যে। সেই চুক্তির মাধ্যমেই ভারতে ট্রায়াল চালাচ্ছে রাশিয়া। চুক্তি অনুযায়ী সার্বজনীন অনুমোদন দিলে রাশিয়া ১০ কোটি ‘স্পুটনিক-ভি’ পাঠাবে ভারতে। কয়েক দিন আগে ভ্যাকসিন নির্মাতা সংস্থা ফাইজার বলেছিল তাদের প্রতিষেধক ৯০ শতাংশ কার্যকরী। পাল্টা সুর চড়িয়ে রাশিয়া বলেছিল ‘স্পুটনিক-ভি’ ৯২ শতাংশ কার্যকরী। সব শেষে মোডের্না জানিয়েছে তাদের ভ্যাকসিন ৯৫ শতাংশ কার্যকরী।

Next Article