AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Navy Chief: প্রথম কোনও মহিলা মার্কিন নৌবাহিনীর প্রধান হচ্ছেন, বাইডেনের সিদ্ধান্তে ইতিহাস গড়তে চলেছেন লিসা

US Navy Chief: মহিলা হিসাবে লিসা-ই প্রথম মার্কিন নৌবাহিনীর দায়িত্বভার গ্রহণ করবেন। তাই বাইডেনের এই সিদ্ধান্ত সেনাবাহিনীতে লিঙ্গ বৈষম্য দূরীকরণে এক ঐতিহাসিক পদক্ষেপ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Navy Chief: প্রথম কোনও মহিলা মার্কিন নৌবাহিনীর প্রধান হচ্ছেন, বাইডেনের সিদ্ধান্তে ইতিহাস গড়তে চলেছেন লিসা
অ্যাডমিরাল লিসা ফ্রাঞ্চেট্টি হতে চলেছেন মার্কিন নৌবাহিনীর প্রধান।Image Credit: twitter
| Edited By: | Updated on: Jul 22, 2023 | 9:34 PM
Share

ওয়াশিংটন: মন্ত্রিসভা থেকে সেনাবাহিনী- সব ক্ষেত্রেই এগিয়ে চলেছে মহিলারা। এবার মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর প্রধান (Navy chief) হতে চলেছেন এক মহিলা। অ্যাডমিরাল লিসা ফ্রাংচেট্টিকে (Admiral Lisa Franchetti) নৌবাহিনীর প্রধান হিসাবে বেছে নিয়েছেন মার্কিন প্রেসিডেন জো বাইডেন (Joe Biden)। এখন কেবল সেনেটের অনুমোদনের অপেক্ষা। সেনেটের অনুমোদন এলে লিসা-ই প্রথম মহিলা হিসাবে মার্কিন নৌবাহিনীর প্রধান ও জয়েন্ট চিফ অফ স্টাফের সদস্য হবেন এবং ইতিহাস গড়বেন।

বর্তমানে মার্কিন নৌ-অভিযানের উপ-প্রধান পদে রয়েছেন লিসা ফ্রাংচেট্টি। ২০২২ সালের সেপ্টেম্বর থেকে এই পদে রয়েছেন তিনি। ইউরোপ, আফ্রিকায় মার্কিন নৌবাহিনীর ডেপুটি কম্যান্ডার হিসাবে কাজ করেছেন তিনি। লিসাকে নৌবাহিনীর প্রধান হিসাবে মনোনীত করার কথা ঘোষণা করে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বিবৃতিতে জানিয়েছেন, বিগত ৩৮ বছর ধরে দেশের জন্য কাজ করছেন লিসা ফ্রাংচেট্টি। ১৯৮৫ সালে মার্কিন নৌবাহিনীতে যোগ দেন লিসা।

জানা গিয়েছে, বর্তমানে মার্কিন নৌবাহিনীর প্রধান পদে রয়েছেন অ্যাডমিরাল মাইক গিল্ডে। আগামী মাসে তাঁর মেয়াদ শেষ হবে। তাই ইতিমধ্যে নৌবাহিনীর প্রধান ও জয়েন্ট চিফ অফ স্টাফের সদস্য হিসাবে লিসা ফ্রাংচেট্টির নাম ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট। লিসা নৌবাহিনীর প্রধান হিসাবে দায়িত্বভার নিলে মার্কিন নৌসেনার ইতিহাসে এক নতুন অধ্যায় রচিত হবে। কেননা মহিলা হিসাবে লিসা-ই প্রথম মার্কিন নৌবাহিনীর দায়িত্বভার গ্রহণ করবেন। তাই বাইডেনের এই সিদ্ধান্ত সেনাবাহিনীতে লিঙ্গ বৈষম্য দূরীকরণে এক ঐতিহাসিক পদক্ষেপ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।