Benjamin Netanyahu: নেতানিয়াহুর বাড়ির বাগানেই পরপর আছড়ে পড়ল ফ্ল্যাশ বম্ব! কী অবস্থা ইজরায়েলের প্রধানমন্ত্রীর?

ঈপ্সা চ্যাটার্জী |

Nov 17, 2024 | 8:12 AM

Israel: শনিবার সকালে কাসেরিয়ায় প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাসভবনে দুটি ফ্ল্যাশ বম্ব আছড়ে পড়ে। নেতানিয়াহুর বাড়ির বাগানে ওই বোমা পড়েছে বলে খবর।

Benjamin Netanyahu: নেতানিয়াহুর বাড়ির বাগানেই পরপর আছড়ে পড়ল ফ্ল্যাশ বম্ব! কী অবস্থা ইজরায়েলের প্রধানমন্ত্রীর?
ইজরায়েলের প্রধানমন্ত্রীর বাসভবনে হামলা।
Image Credit source: PTI

Follow Us

জেরুজালেম: ফের নিশানায় নেতানিয়াহু। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাড়িতেই আছড়ে পড়ল দুটি বোমা। ড্রোন হামলার পর এবার বোমা হামলা। এই হামলার পিছনে হামাস জঙ্গি গোষ্ঠীর হাত রয়েছে বলেই অনুমান। এই হামলাকে অত্যন্ত ‘গুরুতর’ বলেই বর্ণনা করেছে ইজরায়েল। এর পরের পদক্ষেপ কী করতে চলেছেন নেতানিয়াহু, তা নিয়েও জল্পনা শুরু হয়েছে।

জানা গিয়েছে, শনিবার সকালে কাসেরিয়ায় প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাসভবনে দুটি ফ্ল্যাশ বম্ব আছড়ে পড়ে। নেতানিয়াহুর বাড়ির বাগানে ওই বোমা পড়েছে বলে খবর।

তবে সেই সময়ে  প্রধানমন্ত্রী নেতানিয়াহু বা তাঁর পরিবারের কোনও সদস্য ছিলেন না বলে তারা রক্ষা পান। ইতিমধ্যেই ইজরায়েলের নিরাপত্তা বাহিনী তদন্ত শুরু করেছে। হামলার তীব্র নিন্দা করেছেন ইজরায়েলের প্রেসিডেন্ট আইজাক হেরজ়গ।

এই হামলার পিছনে কে বা কারা জড়িত, তা এখনও জানা যায়নি। তবে হামাসের দিকেই সন্দেহের তীর রয়েছে।

প্রসঙ্গত, এর আগে গত ১৯ অক্টোবর নেতানিয়াহুর বাসভবনে ড্রোন হামলাও চালানো হয়েছিল। সেই সময়ও নেতানিয়াহু বাড়ি না থাকায় রক্ষা পান। ওই হামলার পিছনে জড়িত ছিল ইরান সমর্থিত হিজবুল্লা গোষ্ঠী।

Next Article