Flash flood: হড়পা বানে ভেসে গেল জলবিদ্যুৎ কেন্দ্রের একাংশ, মৃত অন্তত ৭ ও নিখোঁজ ১৬

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Jul 21, 2023 | 7:24 PM

Flash flood: ২০২১ সালে এরকমই এক হড়পা বানে বড় দুর্ঘটনার সাক্ষী হয়েছিল ভুটান। সেবার চিন ও ভারতের মাঝে ভুটানের প্রত্যন্ত এলাকায় এক মাউন্টেন ক্যাম্প হড়পা বানে ভেসে যায়। ঘটনায় কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়।

Flash flood: হড়পা বানে ভেসে গেল জলবিদ্যুৎ কেন্দ্রের একাংশ, মৃত অন্তত ৭ ও নিখোঁজ ১৬
হড়পা বানে ভেসে গেল জলবিদ্যুৎ কেন্দ্র।
Image Credit source: twitter

Follow Us

থিম্পু: টানা বৃষ্টির জেরে এবার হড়পা বানে ভাসিয়ে নিয়ে গেল ভুটানের (Bhutan) জলবিদ্যুৎ কেন্দ্রের একাংশ। বৃহস্পতিবার এই হড়পা বানের (Flash flood) তোড়ে ভেসে গিয়ে ওই জলবিদ্যুৎ কেন্দ্রের কর্মী-সহ ৭ জনের মৃত্যুও হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ১৬ জন। তাঁদের খোঁজে তল্লাশি চলছে। ঘটনাটি বড় বিপর্যয় বলে উল্লেখ করেছে এই জলবিদ্যুৎ কেন্দ্রের আধিকারিক। ভুটানের প্রধানমন্ত্রী লোতে শেরিং (Bhutan PM) স্বয়ং দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান এবং ওই জলবিদ্যুৎ কেন্দ্রের কর্মীদের পাশে থাকার আশ্বাস দেন।

জানা গিয়েছে, পূর্ব ভুটানের এক প্রত্যন্ত এলাকায় ৩২ মেগাওয়াটের ইয়ুংগিচ্ছু জলবিদ্যুৎ প্রকল্পের একটি শাখা রয়েছে। এদিন সকালে সেখানে হড়পা বান আসে এবং ভূমিধস নামে। যার জেরে ক্ষতিগ্রস্ত হয় জলবিদ্যুৎ কেন্দ্রটি। হড়পা বানের তোড়ে ভেসে যায় ওই কেন্দ্রের কর্মী-সহ মোট ২৩ জন। পরে ৭ জনের দেহ উদ্ধার হয়। এখনও নিখোঁজ ১৬ জন।

প্রশাসন সূত্রে খবর, মৃত ৭ জনের মধ্যে ৫ জনের পরিচয় পাওয়া গিয়েছে। বাকি ১৬ জনের খোঁজে তল্লাশি অভিযান চলছে। এই হড়পা বানে জলবিদ্যুৎ কেন্দ্রটির বিশেষ ক্ষতি হয়নি বলে স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর। তবে গত কয়েকদিন ধরে টানা বৃষ্টির জেরে এই ঘটনা ঘটেছে এবং এটা একটা বড় বিপর্যয় বলে উল্লেখ করেছেন ড্রাক গ্রিন বিদ্যুৎ কেন্দ্রের অন্তর্গত এই জলবিদ্যুৎ কেন্দ্রের আধিকারিক।

হড়পা বানে ২৩ জনের ভেসে যাওয়ার খবর পেয়েই দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান ভুটানের প্রধানমন্ত্রী লোতে শেরিং। তিনি সমগ্র এলাকার পরিস্থিতি খতিয়ে দেখেন এবং গাইডলাইন মেনে জলবিদ্যুৎ কেন্দ্রের কাজ হচ্ছিল কিনা সে ব্যাপারে খোঁজ-খবর নেন। হড়পা বানে নিখোঁজদের হদিশ পেতে তল্লাশি অভিযান জারি রাখার কথাও জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, ২০২১ সালে এরকমই এক হড়পা বানে বড় দুর্ঘটনার সাক্ষী হয়েছিল ভুটান। সেবার চিন ও ভারতের মাঝে ভুটানের প্রত্যন্ত এলাকায় এক মাউন্টেন ক্যাম্প হড়পা বানে ভেসে যায়। ঘটনায় কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়। আবার চলতি বছর নেপালে এরকমই এক হড়পা বানে কমপক্ষে ২৫ জনের মৃত্যু হয় এবং ২৫ জন নিখোঁজ হয়ে যান।

Next Article