ওয়াশিংটন: মার্কিন ইতিহাসে সম্ভবত এই প্রথম। হোয়াইট হাউসকে আগামী ৪ বছর পাকাপাকি ঠিকানা নাও বানাতে পারেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। জল্পনা শোনা যাচ্ছে, ট্রাম্প পত্নী এবার হোয়াইট হাউসে নাও ফিরতে পারেন। ট্রাম্পের সঙ্গে কখনও সখনও এলেও, হোয়াইট হাউসে থাকবেন না মেলানিয়া। কিন্তু হঠাৎ কেন এই সিদ্ধান্ত?
প্রেসিডেন্ট নির্বাচন শেষ হওয়ার পর বুধবারই ওভাল অফিসে মুখোমুখি হন বিদায়ী ও হবু প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্পকে ‘ওয়েলকাম ব্যাক’ বলেন জো বাইডেন। কিন্তু রীতি মেনে বিদায়ী ফার্স্ট লেডি জিল বাইডেনের সঙ্গে দেখা করতে যাননি মেলানিয়া ট্রাম্প। এরপরই জল্পনা, গুঞ্জন শুরু হয়। যদিও তাঁর অফিস থেকে জানানো হয় যে পূর্ববর্তী কিছু কাজের প্রতিশ্রুতি থাকার কারণেই এই মিটিংয়ে যোগ দিতে পারেননি মেলানিয়া।
মেলানিয়ার এই আচরণেই অনেকে মনে করছেন, দ্বিতীয়বার হোয়াইট হাউসে ফিরে নিজের নিয়ম চালাবেন ট্রাম্প-পত্নী। পুরনো ঐতিহ্য বা রীতি অনুসরণ করে আর চলবেন না এবার। সম্প্রতি একটি সাক্ষাৎকারেও তিনি নিজেও সেই ইঙ্গিতই দিয়েছেন।
এদিকে শোনা যাচ্ছে, এবার আর হোয়াইট হাউসে পাকাপাকিভাবে থাকবেন না ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। অধিকাংশ সময়ই তিনি নিউ ইয়র্ক ও ফ্লোরিডার পাম বিচ, যেখানে ট্রাম্পের বিলাসবহুল রিসর্ট রয়েছে, সেখানে থাকবেন। গতবার হোয়াইট হাউস থেকে ফেরার পর ফ্লোরিডাতেই সমস্ত বন্ধু-বান্ধব রয়েছে মেলানিয়ার। তাই তিনি তাদের কাছাকাছিই থাকতে চান। অন্যদিকে, নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে পড়ছে ট্রাম্পের ছেলে ব্যারন (১৮)। তাঁর দেখভালের জন্য ট্রাম্প টাওয়ারেও অনেকটা সময় থাকেন মেলানিয়া। স্বামী ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরও পুরনো রুটিনই অনুসরণ করতে চান মেলানিয়া। তবে হোয়াইট হাউসে বড় কোনও অনুষ্ঠান হলে বা ট্রাম্পের সঙ্গে বিদেশ সফরে যাবেন ফার্স্ট লেডি।