ইসলামাবাদ: বিপাকে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী (Pakistan Prime Minister) ইমরান খান (Imran Khan)। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে জারি হয়ে গিয়েছে গ্রেফতারি পরোয়ানা। আজই তাঁকে গ্রেফতার করা হতে পারে বলে শোনা যাচ্ছে। জিও নিউজের একটি প্রতিবেদন অনুসারে,আগামী ২৪ ঘণ্টায় জ়ামান পার্ক এলাকায় পৌঁছে যাবে ইসলামাবাদ পুলিশ। একটি জনসভা থেকে মহিলা বিচারক জ়েবা চৌধুরী ও পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল ইমরানের বিরুদ্ধে। সেই মামলাতেই এবার জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করে জেলা আদালত।
গত বছর ২০ অগাস্ট এফ-৯ পার্কে আয়োজিত একটি জনসভা থেকে পুলিশ ও মহিলা বিচারককে হুমকি দেন পাকিস্তান-তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান। সেই দোষেই এখন তাঁর ঘাড়ে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা। উল্লেখ্য, গতকাল আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল ইমারন খানের। তবে তিনি অতিরিক্ত নিরাপত্তার দাবি জানান। এবং শেষ পর্যন্ত আদালতে গরহাজির থাকেন। এইভাবে বারবার হাজিরা এড়িয়ে যাওয়ার জন্য সিভিল জাজ রানা মুজাহিদ রহিম তাঁর নাম জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন।
এদিকে জিও নিউজের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ভিডিয়ো লিঙ্কের মাধ্যমে আদালতে হাজিরার আবেদন জানিয়েছিলেন খান। তবে তাঁর সেই আবেদনকে কোনও গুরুত্ব দেওয়া হয়নি। এদিকে আজ একেবারে আঁটঘাঁট বেঁধে পুলিশ ইমরানকে গ্রেফতার করতে নামছে বলেই মনে করে হচ্ছে। জ়ামান পার্কের উদ্দেশে রওনা দেওয়ার আগে ইসলামাবাদ পুলিশ খানের মুখ্য নিরাপত্তা আধিকারিকের সঙ্গে যোগাযোগ করে নেবেন বলে জানা যাচ্ছে।
প্রসঙ্গত, দুটি ভিন্ন মামলাতেই ইমরানের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি লাহোর সহ একাধিক জায়গায় জনসভা করতে পারছেন এবং ভবিষ্যতের জনসভার কথা ঘোষণাও করে যাচ্ছেন কিন্তু আদালতে হাজিরা দিতে পারছেন না। এর আগে তোশাখানা মামলায় ইসলামাবাদ পুলিশ গত ৫ মার্চ লাহোরে আসে। তাদের জানানো হয়, সেই সময় জ়ামান পার্কের বাসভবনে নেই ইমরান। তাই খালি হাতেই ফিরতে হয় পুলিশকে। তাই তোশাখানা মামলাতেও জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে তাঁর নামে। আপাতত এই দুই মামলাতেই শ্রীঘরে কাটাতে হতে পারে প্রাক্তন প্রধানমন্ত্রীকে। সেই প্রস্তুতি নিচ্ছে পুলিশ।