Pakistan: ১৪ কোটির সম্পত্তির মালিক স্ত্রী, কিন্তু ইমরানের রয়েছে মাত্র ২ লাখের চারটি ছাগল

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Jun 18, 2022 | 9:15 AM

Pakistan: তাৎপর্যপূর্ণভাবে পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের প্রথম স্ত্রী নুসরাত শাহবাজও তাঁর স্বামীর চেয়ে ধনী। শাহবাজের যেখানে ১০ কোটি টাকার সম্পত্ত রয়েছে, সেখানে নুসরাতের সম্পদের পরিমাণ ২৩ কোটি টাকারও বেশি।

Pakistan: ১৪ কোটির সম্পত্তির মালিক স্ত্রী, কিন্তু ইমরানের রয়েছে মাত্র ২ লাখের চারটি ছাগল
ছবি - এ কোন ইমরান?

Follow Us

ইসলামাবাদ: গদি গিয়েছে আগেই। এবার পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের (Former Prime Minister of Pakistan Imran Khan) ‘দৈন্য দশা’ দেখে চোখ কপালে তুলছে গোটা বিশ্ব। দেখা যাচ্ছে খোদ নিজের স্ত্রীর সম্পত্তির থেকেও কম সম্পদের মালিক ইমরান। সম্প্রতি পাকিস্তান নির্বাচন কমিশন ৩০ জুন ২০২০-তে শেষ হওয়া অর্থবর্ষের সম্পদের বিবৃতি প্রকাশ করেছে। সেই তথ্যই বলছে ইমরান খানের স্ত্রী বুশরা বিবির মোট সম্পদের পরিমাণ ১৪২.১১ ১১ মিলিয়ন টাকা। বানিগালায় একটি বাড়ি সহ চারটি সম্পত্তির মালিক তিনি। সেখানে ইমরানের রয়েছে মাত্র ২ লক্ষ টাকার চারটি ছাগল।

এর বাইরে উত্তরাধিকার সূত্রে ছয়টি সম্পত্তির মালিক তিনি। যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো বানিগালায় তার ৩০০ কানালের ভিলা।তবে তাঁর কোনও যানবাহন নেই, এমনকী বিদেশেও কোনও সম্পত্তি নেই। কোনও জায়গাতে বিনিয়োগও করেননি তিনি। যদিও তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে ৬ কোটি টাকার বেশি। রয়েছে প্রায় ৬০০ একর জমি। সেখানে ইমরান খানের স্ত্রী বুশরা বিবির অ্যাকাউন্টে ১৪ কোটি টাকার বেশি জমা রয়েছে। এছাড়াও ইসলামাবাদের বানি গালায় একটি বাড়ি সহ চারটি সম্পত্তির মালিক তিনি এই তথ্য বাইরে আসতেই রীতিমতো চাঞ্চল্য পড়ে গিয়েছে আন্তর্জাতিক রাজনৈতিক মহলে। 

অন্যদিকে তাৎপর্যপূর্ণভাবে পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের প্রথম স্ত্রী নুসরাত শাহবাজও তাঁর স্বামীর চেয়ে ধনী। শাহবাজের যেখানে ১০ কোটি টাকার সম্পত্ত রয়েছে, সেখানে নুসরাতের সম্পদের পরিমাণ ২৩ কোটি টাকারও বেশি। এর মধ্যে রয়েছে বেশ কিছু আবাদি জমি। এছাড়াও লন্ডনে তাঁর একটি বাড়ি রয়েছে। পাশাপাশি বিভিন্ন জায়গায় বিনিয়োগও করেছেন তিনি। একইসঙ্গে শাহবাজ শরিফের দ্বিতীয় স্ত্রী তেহমিনা দুররানির সম্পদের পরিমাণ প্রায় ৫৭ লক্ষ টাকা। রয়েছে নিজস্ব গাড়ি। 

Next Article