Donald Trump Arrested: গ্রেফতার ডোনাল্ড ট্রাম্প, ২৪-র প্রেসিডেন্ট নির্বাচনের আগেই বড় ধাক্কা

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Aug 25, 2023 | 6:22 AM

2020 Election Conspiracy: মার্কিন সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার নির্বাচনে কারচুপি সংক্রান্ত ১৩টি অভিযোগের ভিত্তিতে জর্জিয়া জেলে গ্রেফতার করা হয় ডোনাল্ড ট্রাম্পকে।

Donald Trump Arrested: গ্রেফতার ডোনাল্ড ট্রাম্প, ২৪-র প্রেসিডেন্ট নির্বাচনের আগেই বড় ধাক্কা
গ্রেফতারির আগে ডোনাল্ড ট্রাম্প।
Image Credit source: AFP

Follow Us

আটলান্টা: গ্রেফতার প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। দুর্নীতি থেকে যৌন হেনস্থা-একাধিক মামলায় জর্জরিত প্রাক্তন প্রেসিডেন্ট। বৃহস্পতিবার তাঁকে গ্রেফতার করা হয়। জানা গিয়েছে, ২০২০ সালের নির্বাচনের ফলাফল বদলে দেওয়ার জন্য চক্রান্ত ও তছরুপের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। ইতিমধ্যেই প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে ফের একবার নাম লিখিয়েছেন ট্রাম্প। আগামী ২০২৪ সালে নির্বাচন। তার আগে এই গ্রেফতারি প্রাক্তন প্রেসিডেন্টের রাজনৈতিক কেরিয়ারে বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে।

মার্কিন সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার নির্বাচনে কারচুপি সংক্রান্ত ১৩টি অভিযোগের ভিত্তিতে জর্জিয়া জেলে গ্রেফতার করা হয় ডোনাল্ড ট্রাম্পকে। তবে সেই গ্রেফতারির স্থায়িত্ব ছিল মাত্র ৩০ মিনিট। তারপরই জামিনে ছাড়া পেয়ে যান ৭৭ বছর বয়সী রিপাবলিকান নেতা। তবে ট্রাম্পের ‘মাগশট’ (গ্রেফতারির সময়ে ছবি) নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে শেরিফ অফিস থেকে।

কোটিপতি প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে গত এপ্রিল থেকে এখনও অবধি চারবার ফৌজদারী মামলা হল। গ্রেফতারির ঠিক আগেই ট্রাম্প তাঁর নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লেখেন, “কারচুপি ও ভোট চুরির নির্বাচনকে চ্যালেঞ্জ করার সাহস থাকার জন্য আমায় গ্রেফতার করা হচ্ছে। এটা আমেরিকার জন্য আরও একটি দুঃখের দিন!”

উল্লেখ্য, এর আগে ২০২০ সালে নির্বাচনের আগে পর্ন তারকার সঙ্গে অবৈধ সম্পর্ক লুকোতে ঘুষ দেওয়ার অভিযোগেও গ্রেফতার করা হয়েছিল ডোনাল্ড ট্রাম্পকে। কিন্তু সেই সময়ও তাঁকে জেলে রাত্রিবাস করতে হয়নি। মাগশটও নেওয়া হয়নি তাঁর। তবে এবার ট্রাম্পের জেদকে গুরুত্বও দেননি জর্জিয়ার ফুলটন কাউন্টির শেরিফ প্যাট লাবাট। তিনি সাফ জানিয়ে দেন, জামিনে মুক্তির আগে অভিযুক্তের মাগশট নেওয়া বাধ্য়তামূলক। ফলে সেই নিয়ম অনুসরণ করতে বাধ্য হন ট্রাম্প। পরে ২০০,০০০ ডলার বন্ডে জামিন পান তিনি।

Next Article