নয়াদিল্লি: চার জন প্রেমিকা, এক ফোনেই করেছিলেন বিয়ে। হিজবুল্লাহ গোষ্ঠীর কমান্ডর ফুয়াদ শুক্রার গোপন রহস্য ফাঁস করল ইজরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদ। যুদ্ধ পরিস্থিতির পর থেকে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর উপর নজরদারি বাড়িয়ে ছিল ইজরায়েলি গুপ্তচররা। পাছে ওরা আক্রমণ করে বসে এই আতঙ্কে চলছিল নজরদারি।
এবার সেই নজরদারির ফাঁকেই বেরিয়ে এল হিজবুল্লাহ গোষ্ঠীর অন্যতম সদস্য ফুয়াদ শুক্রা ব্যক্তিগত জীবনের কথা। এক সঙ্গে নাকি চারজন মহিলার সঙ্গে প্রেম করছিলেন তিনি। তাই নিয়ে মনের মধ্যে ছিল বিড়ম্বনাও। আর সেটিকে হটাতেই এক ফোনে চারজনকে এক সঙ্গে বিয়ের সিদ্ধান্ত নেন এই জঙ্গিনেতা। চারজনের সঙ্গে প্রেমে আপত্তি, বিয়েতে নয়।
উল্লেখ্য, চলতি বছরের শুরুতেই হিজবুল্লাহ গোষ্ঠীর অন্যতম এক নেতাকে, তার এই চার প্রেমিকার সঙ্গে বিয়ে করার প্রস্তাব দেয় ফুয়াদ। কিন্তু পরে সেই নেতার উপদেশেই ওই চার প্রেমিকার সঙ্গে নিজেই ফোনকলে বিয়ে করেন ফুয়াদ।
জুলাই মাসে ইজরায়েলে হওয়া একটি বোমা হামলার মাস্টারমাইন্ড এই হিজবুল্লাহ নেতা ফুয়াদ। সেই হামলায় মৃত্যু হয় একাধিক সেনা ও সাধারণের। জঙ্গি হামলার নাশকতা কাটিয়ে প্রত্যাঘাত করতে ছাড়েনি নেতানিয়াহুর সেনা। ফুয়াদের লোকেশন ট্র্যাক করেই হামলা চালায় ইজরায়েলি সেনা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ফুয়াদ শুক্রা, তার স্ত্রী ও দুই সন্তানের। প্রসঙ্গত, আমেরিকার সঙ্গেও শত্রুতা তৈরি করেছিল ফুয়াদ। ১৯৮৩ সালে মার্কিন নৌবাহিনীর উপর হামলা চালায় এই জঙ্গিনেতা। ঘটনায় মৃত্যু হয় ২৪১ জন মার্কিন নৌসেনার।