প্যারিস: বিমানে করে মানব পাচারের চেষ্টা! দুবাই থেকে রওনা দেওয়া নিকারাগুয়াগামী বিমানটিতে ৩০০-র বেশি ভারতীয় যাত্রী ছিলেন। সেই বিমানে করে ‘মানব পাচারে’র চেষ্টা হচ্ছিল বলে অভিযোগ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বিমানটি আটক করল ফরাসি কর্তৃপক্ষ। ফ্রান্সের ভ্যাট্রি বিমানবন্দরে বিমানটি আটক করা হয়েছে এবং ২ জনকে হেফাজতে নিয়েছে ফরাসি কর্তৃপক্ষ।
প্যারিসের পাবলিক প্রসিকিউটর অফিস সূত্রে খবর, ‘মানব পাচারে’র সন্দেহে রোমানিয়ান কোম্পানি লিজেন্ড এয়ারলাইন্সের বোয়িং A340 ভ্যাট্রি বিমানবন্দরে আটক করা হয়েছে। ৩০৩ জন ভারতীয় যাত্রীকে নিয়ে বিমানটি দুবাই থেকে নিকারাগুয়ার উদ্দেশে রওনা দিয়েছিল। জ্বালানি ভরার জন্যই বিমানটি ভ্যাট্রি বিমানবন্দরে অবতরণ করে। তারপর এক অনামী উৎস থেকে খবর পেয়ে বিমানটি আটক করে ফরাসি কর্তৃপক্ষ।
বিমানটি আটক করার পরই ঘটনার তদন্তে নেমেছে ফ্রান্সের অর্গানাইজড ক্রাইম ইউনিট জুনালকো (JUNALCO)। স্থানীয় সংবাদমাধ্যমের রিপোর্টে বলা হয়েছে, বিমানটিতে থাকা ভারতীয়রা মার্কিন যুক্তরাষ্ট্র বা কানাডায় অবৈধভাবে প্রবেশের জন্য মধ্য আমেরিকায় ভ্রমণ করতে পারে। বিমানটি আটক করার পর মানব পাচারের জড়িত থাকার সন্দেহে ২ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে জুনালকো।
অন্যদিকে, ভ্যাট্রি বিমানবন্দরের রিসেপশন হলটি ভারতীয় যাত্রীদের থাকার জন্য ওয়েটিং রুমে পরিণত করা হয়েছে এবং সেখানে বেড রাখা হয়েছে বলেও তদন্তকারীরা জানান।