Video: শিকাগোর রাস্তায় অবাক করা দৃশ্য, শাড়ি পরে হাঁটছেন দুই মার্কিন পুরুষ

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Nov 16, 2022 | 10:04 AM

Friends Of Indian Groom Sport Saree In Chicago: আমেরিকার শিকাগো শহরের রাস্তায় অদ্ভুত দৃশ্য। শাড়ি পরে হাঁটছেন দুই মার্কিন পুরুষ।

Video: শিকাগোর রাস্তায় অবাক করা দৃশ্য, শাড়ি পরে হাঁটছেন দুই মার্কিন পুরুষ
ভারতীয় বন্ধুর বিয়েতে শাড়ি পরে গেলেন দুই মার্কিনি

Follow Us

ওয়াশিংটন: বিয়ের দিন নবদম্পতির সঙ্গে বর এবং কনের বন্ধুদের মজা করাটা কোনও নতুন বিষয় নয়। তবে, আমেরিকার শিকাগো শহরে এই মজাকে এক নতুন স্তরে নিয়ে গেলেন এক ভারতীয় বংশোদ্ভূতের মার্কিনি বন্ধুরা। এক ভাইরাল ভিডিয়োতে শিকাগোর রাস্তায় দুই মার্কিন পুরুষকে দেখা গিয়েছে, তাঁদের ভারতীয় বন্ধুর বিয়েতে শাড়ি পরে যেতে।

ভাইরাল হওয়া ভিডিয়োটিতে দেখা যাচ্ছে বরের দুই বন্ধুকে শাড়ি পরতে সাহায্য করছেন এক ভারতীয় মহিলা। শুধু শাড়ি-ব্লাউজই নয়, সঙ্গে মানানসই টিপও পরে তারা। কে কী ভাবছে তার তোয়াক্কা না করে, এই ভাবেই শিকোগো শহরের রাস্তায় বেরিয়ে পড়েছিলেন ওই দুজন। এরপর, তাঁরা বরের সামনে হাজির হন। দুই ঘনিষ্ঠ বন্ধুকে ওই অবস্থায় দেখে বর নিজেকে সামলাতে পারেননি। প্রাথমিকভাবে বিস্মিত হলেও, তারপরই তাঁকে দেখা যায় হেসে গড়িয়ে পড়তে।


ভিডিয়ো ক্লিপটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে ‘প্যারাগন ফিল্মস’ নামে শিকাগোর এক ওয়েডিং ভিডিওগ্রাফার সংস্থা। ভিডিয়োটির ক্যাপশনে লেখা হয়েছে, “একটি সাধারণ বিয়ের সকালে বরের দুই সেরা বন্ধু মিশিগান এভিনিউয়ে শাড়ি পরে হেঁটে যাচ্ছেন।” ভিডিয়োটির শেষভাগে, বরকে অভিনব পোশাকে সজ্জিত তাঁর দুই বন্ধুকে আলিঙ্গন করতে এবং তিনজনকে পরস্পরের কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। ভিডিয়োতে নববধূকেও দেখা গিয়েছে। বর এবং বরের বন্ধুদের তিনি উঁকি মেরে দেখার চেষ্টা করছিলেন। নিশ্চিতভাবে বরের থেকেও তাঁর আকর্ষণ বেশি ছিল বরের বন্ধুদের ভারতীয় পোশাক নিয়েই।

ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে জনপ্রিয় হয়েছে। নেটিজেনদের অনেকে বরের বন্ধুদের এই ‘মজা করার’ প্রশংসা করেছেন। একজন লিখেছেন “ওদেরা দেখতে খুব সুন্দর লাগছে।” আরেকজন লিখেছেন, “ছেলেরা আরও সৃজনশীল হচ্ছে! এটা খুব ভাল।” অনেকেই জানিয়েছেন, শাড়ি পরে তাঁরা লিঙ্গভিত্তিক পোশাকের ধারণাকে আস্তাকুঁড়ে ফেলে দিয়েছেন।

Next Article