ওকলাহোমা: মার্কিন মুলুকে আবার বন্দুকবাজ হানা (Gunman Attack)। একটি হ্যান্ডগান এবং একটি রাইফেল হাতে নিয়ে এক বন্দুকবাজ সটান ওকলাহোমার টুলসাতে এক হাসপাতালে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। বন্দুকবাজের হামলায় কমপক্ষে ৪ জন মারা গিয়েছেন বলেই খবর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাসপাতালে ঢুকে গুলি চালানোর পর সে নিজেকে নিজেই গুলি করে। বুধবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৪ টে নাগাদ সেন্টা ফ্রান্সিস হেলথ সিস্টেম হাসপাতাল ক্যাম্পাসে (St. Francis Health System hospital campus) এই হামলার ঘটনাটি ঘটেছিল বলেই জানা গিয়েছে। কয়েকদিন আগেই টেক্সাসের রব এলিমেন্টারি স্কুলে ভয়াবহ হামলা চালিয়েছিল এক বন্দুকবাজ। বন্দুকবাজের গুলিতে ১৯ জন শিশু সহ মোট ২১ জন মারা গিয়েছিল।
A man armed with a rifle and a handgun killed four people inside a medical building in Tulsa, Oklahoma before fatally shooting himself, police saidhttps://t.co/mJpurAHFPv pic.twitter.com/NJCIySf2WB
— Reuters (@Reuters) June 2, 2022
বন্দুকবাজের হামলা প্রসঙ্গে টুলসা পুলিশের উপ-প্রধান চিফ এরিক ডালগেলিশ বলেন, “আমরা জানতে পেরেছি গুলি চালনায় ৪ জন সহ-নাগরিক মারা গিয়েছেন এবং যে বন্দুকবাজ হামলা চালিয়েছিল, সেই মৃত। আমরা হামলার পিছনের কারণ খতিয়ে দেখার চেষ্টা করছি।” তিনি জানিয়েছেন, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছিল। তবে বন্দুকবাজের হামলায় কত জন আহত হয়েছেন, সেই নিয়ে এখনও বিস্তারিত কোনও তথ্য পাওয়া যায়নি। প্রসঙ্গত টুলসা গণহত্যার ১০১ তম বার্ষিকীর দিন এই ঘটনা, বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।
খবর পাওয়ার ৩ মিনিটের মধ্যেই পুলিশ ঘটনা স্থলে পৌঁছে গিয়েছিল এবং সেই সময় বাইরে থেকে গুলির শব্দ শোনা গিয়েছিল। অন্য একটি সূত্র মারফত জানা গিয়েছে, ৪ জনকে গুলি করে হত্যা করার পর বন্দুকবাজ নিজেই আত্মহত্যা করেছিল। বন্দুকবাজের হামলায় আরও অনেকে আহত হলেও কারোর আঘাতই গুরুতর নয়। পুলিশ সূত্রে খবর নিহত বন্দুকবাজের বয়স ৩৫ থেকে ৪০ বছরের আশেপাশে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে এই গুলি চালনার ঘটনা নিয়ে রিপোর্ট জমা দেওয়া হয়েছে এবং স্থানীয় পুলিশ-প্রশাসনকে তিনি সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন।