Stampede: সরু গলিতে থিকথিকে ভিড়, পদপিষ্ট হয়ে দক্ষিণ কোরিয়ায় মৃত শতাধিক

TV9 Bangla Digital | Edited By: সঞ্জয় পাইকার

Oct 30, 2022 | 2:41 AM

Stampede: অত্যধিক ভিড়ের জেরে শ্বাসকষ্ট শুরু হয়। অজ্ঞান হয়ে যান অনেকে।

Stampede: সরু গলিতে থিকথিকে ভিড়, পদপিষ্ট হয়ে দক্ষিণ কোরিয়ায় মৃত শতাধিক
অত্যধিক ভিড়ের জেরে দুর্ঘটনা সিওলে

Follow Us

সিওল: হ্যালোউইনের (Halloween) আগে মর্মান্তিক ঘটনা দক্ষিণ কোরিয়ায় (South Korea)। সিওলের একটি বাজারে পদপিষ্ট (Stampede) ও হৃদরোগে আক্রান্ত হয়ে শতাধিক মানুষের মৃত্যু হল। এখনও পর্যন্ত ১৪৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ১৫০ জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন সেদেশের প্রেসিডেন্ট।

৩১ অক্টোবর হ্যালোউইন উৎসব। করোনা বিধিনিষেধের জন্য গত ২ বছর এই উৎসব ঠিকমতো পালন করতে পারেনি দক্ষিণ কোরিয়ার মানুষ। এবছর কোনও বিধিনিষেধ নেই। সেজন্য উৎসবে মাততে প্রস্তুত হচ্ছিলেন নাগরিকরা। শনিবার সিওলের আইটেওন জেলার একটি বাজারে ভিড় করেন বহু মানুষ। প্রায় এক লক্ষ মানুষ ওই বাজারে এসেছিলেন বলে জানা গিয়েছে। বাজারের সরু রাস্তায়ও মানুষ ভিড় করে। পদপিষ্টের ঘটনার আগে একাধিক টুইটার ব্যবহারকারী ওই বাজারের ভিড়ের ছবি পোস্ট করেছিলেন। অত্যধিক ভিড় এড়াতে ওই বাজারে এই সময় না আসার আহ্বানও জানিয়েছিলেন। উৎসবের আনন্দে মাততে মানুষের ভিড় বাড়তেই থাকে বাজারে।

প্রত্যক্ষদর্শীরা জানালেন, সরু গলিতে পা গলানোর জায়গা ছিল না। একে অন্যকে ঠেলে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। হুড়োহুড়িতে পদপিষ্টের ঘটনা ঘটে। মৃতের সংখ্যা লাফিয়ে বাড়তে থাকে। প্রথমে বলা হয়েছিল, কয়েকজনের মৃত্যু হয়েছে। সেই সংখ্যাই কিছুক্ষণ পর ৫০ পেরিয়ে যায়। মৃতের সংখ্যা ১০০ পেরোতে বেশি সময় লাগেনি। এখনও পর্যন্ত সরকারি ভাবে জানানো হয়েছে, ১৪৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৫০ জন। হৃদরোগে আক্রান্তদের ঘটনাস্থলেই বুক চাপ দিয়ে সুস্থ করার চেষ্টা করতে দেখা যায়।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল। ১৪০টির বেশি অ্যাম্বুলেন্স আসে অসুস্থদের হাসপাতালে নিয়ে যেতে। দুর্ঘটনার পরই দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়োল সব মন্ত্রীদের আহতদের উদ্ধার এবং চিকিৎসায় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

Next Article